বুধবার   ১২ নভেম্বর ২০২৫   কার্তিক ২৭ ১৪৩২   ২১ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৯২

রোহিঙ্গাদের নিয়ে গাম্বিয়ার আইনি লড়াই দৃষ্টান্ত হয়ে থাকবে: পররাষ্ট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৩  

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী মামাদু টাঙ্গারা: ফাইল ছবি

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী মামাদু টাঙ্গারা: ফাইল ছবি

মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য আন্তর্জাতিক আদালতে গাম্বিয়ার ঐতিহাসিক লড়াই মানবাধিকারের প্রশ্নে দৃষ্টান্ত হয়ে থাকবে। এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

রোববার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী মামাদু টাঙ্গারার সম্মানে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে তিনি একথা বলেন। 
অনুষ্ঠানে গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী মামাদু টাঙ্গারা বলেন, ‘আন্তর্জাতিক পরিমণ্ডলে মানবাধিকার এবং শান্তি রক্ষায় নীতিগতভাবেই রোহিঙ্গা ইস্যুতে গাম্বিয়া কার্যকরি ভূমিকা রাখতে চায়।’

আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা শুধুমাত্র ন্যায়বিচার নিশ্চিতে নয়, বরং বিশ্বের যে কোনো প্রান্তে গণহত্যার বিরুদ্ধে গাম্বিয়া সোচ্চার থাকবে বলেও জানান তিনি। 
তিনি জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা এবং উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের অভিজ্ঞতা কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন।

এই বিভাগের আরো খবর