শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫   কার্তিক ২২ ১৪৩২   ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৮৭

বাসযোগ্য শহরের তালিকায় দুই ধাপ পিছিয়ে গেল ঢাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ জুন ২০২৪  

বাসযোগ্য শহরের বৈশ্বিক তালিকায় দুই ধাপ পিছিয়ে গেল ঢাকা। পৃথিবীর ১৭৩টি শহরের মধ্যে ঢাকার অবস্থান এবার ১৬৮তম।

গতবছর ছিল ১৬৬তম।
বৃহস্পতিবার (২৭ জুন) ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) প্রকাশিত দ্য গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স-২০২৪ প্রকাশিত হয়েছে।

তালিকার প্রথম স্থানে আছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। শহরটির চমৎকার অবকাঠামো, সমৃদ্ধ সংস্কৃতি, বিনোদন, এবং মানসম্পন্ন শিক্ষা ও স্বাস্থ্যসেবা শীর্ষস্থান পেতে ভূমিকা রেখেছে।  

শীর্ষ দশের মধ্যে বাকি নয়টি শহর হলো- কোপেনহেগেন (ডেনমার্ক), জুরিখ (সুইজারল্যান্ড), মেলবোর্ন (অস্ট্রেলিয়া), ক্যালগেরি (কানাডা), জেনেভা (সুইজারল্যান্ড), সিডনি (অস্ট্রেলিয়া), ভাঙ্কুভার (কানাডা), ওসাকা (জাপান) ও অকল্যান্ড (নিউ জিল্যান্ড)।  

শীর্ষ দশের মধ্যে এশিয়ার একমাত্র শহর জাপানের ওসাকা, যার অবস্থান নবম। ওসাকার পয়েন্ট ৯৬, আর ঢাকার পয়েন্ট ৪৩।  

বাসযোগ্যতার দিক থেকে তালিকার একেবারে শেষের দিক থেকে ষষ্ঠ অবস্থানে বাংলাদেশের রাজধানী।

ঢাকার পরে আছে করাচি (পাকিস্তান), লাগোস (নাইজেরিয়া), আলজিয়ারস (আলজেরিয়া), ত্রিপোলি (লিবিয়া) ও দামাসকাস (সিরিয়া)।

এই বিভাগের আরো খবর