শনিবার   ১৮ অক্টোবর ২০২৫   কার্তিক ২ ১৪৩২   ২৫ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৯

বাংলাদেশে হিন্দুবিদ্বেষী সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা ইউনূস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫  

বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর নিপীড়নের অভিযোগ নাকচ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি স্পষ্ট করে বলেন, দেশে কোনো ‘হিন্দুবিদ্বেষী সহিংসতা নেই।’

 

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নতুন প্রজন্মের সংবাদমাধ্যম জিটিওকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউনূস এ মন্তব্য করেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সাক্ষাৎকারটি প্রকাশ করে জিটিও।

 

অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে ভারতের অন্যতম বৈশিষ্ট্য হলো ভুয়া খবর ছড়িয়ে দেওয়া।

 

২০২৪ সালের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনার স্থলাভিষিক্ত হয়ে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব নেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ইউনূস। সেই দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে তিনি জানান, জনগণের সিদ্ধান্তে তিনি বিস্মিত হয়েছিলেন এবং প্রথমে অনিচ্ছুক হলেও আন্দোলনকারীদের ত্যাগের কথা ভেবে দায়িত্ব গ্রহণে রাজি হন।

 

সাক্ষাৎকারে জাতীয় নির্বাচন বিলম্বের যৌক্তিকতা, রোহিঙ্গা সংকট এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তসহ বিভিন্ন বিষয়েও মত দেন প্রধান উপদেষ্টা।