সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ২৩ ১৪৩২   ১৭ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২১

ডোনাল্ড ট্রাম্পকে কেন দেওয়া হলো ‘ফিফা শান্তি পুরস্কার’?

মোঃ মাহাবুবুর রহমান রাব্বি

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৫  

সদ্য অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপ ড্র অনুষ্ঠানে হাইতি কোচের মন্তব্যের পর ডোনাল্ড ট্রাম্পের ‘ফিফা শান্তি পুরস্কার’ প্রাপ্তির বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই বিরল সম্মাননা দেওয়ার পেছনে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো মূলত তিনটি প্রধান কারণ উল্লেখ করেছেন।

 

মূলত ‘ফুটবল ডিপ্লোমেসি’ বা ফুটবলের মাধ্যমে কূটনীতি এবং উত্তর আমেরিকার তিন দেশকে একত্রিত করার স্বীকৃতি হিসেবেই এই পুরস্কার দেওয়া হয়েছে।

 

 

‘ইউনাইটেড ২০২৬’ বিড সফল করা: ২০২৬ বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা যৌথভাবে আয়োজন করছে। ট্রাম্প তাঁর আগের মেয়াদে এই তিন দেশকে রাজনৈতিক মতভেদ ভুলে এক ছাতার নিচে এনে ‘ইউনাইটেড বিড’ বা যৌথ আয়োজক হওয়ার প্রক্রিয়া সফল করেছিলেন। ফিফা মনে করে, এটি প্রতিবেশী দেশগুলোর মধ্যে শান্তির এক অনন্য নজির।

 

 ভ্রমণ ও ভিসার নিশ্চয়তা: ফিফা বিশ্বকাপের জন্য বিভিন্ন দেশের খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকদের অবাধ যাতায়াত প্রয়োজন। ট্রাম্প প্রশাসন ফিফাকে প্রতিশ্রুতি দিয়েছে যে, বিশ্বকাপের সময় বিশেষ প্রটোকলের মাধ্যমে এই যাতায়াত নির্বিঘ্ন করা হবে (যদিও হাইতির মতো কিছু দেশের ক্ষেত্রে শঙ্কা এখনও কাটেনি)। এই রাষ্ট্রীয় গ্যারান্টির স্বীকৃতি হিসেবেই তাকে পুরস্কৃত করা হয়েছে।

 

গ্লোবাল স্পোর্টস ডিপ্লোমেসি: ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ক বেশ ভালো। ইনফান্তিনো মনে করেন, ট্রাম্পের ‘শান্তি ও সমৃদ্ধি’র নীতি ফুটবলের বিশ্বায়নে সহায়ক ভূমিকা পালন করবে।

 

 

হাইতির কোচ সেবাস্তিয়ান মিগনে এই পুরস্কারের প্রসঙ্গ টেনেই আশা প্রকাশ করেছেন যে, "যেহেতু তিনি (ট্রাম্প) এখন ফিফা শান্তি পুরস্কার বিজয়ী, তাই তিনি হয়তো তাঁর সদিচ্ছা বজায় রাখবেন এবং হাইতির ভক্তদের বিশ্বকাপে খেলা দেখার সুযোগ করে দেবেন।"

 

সমালোচকরা অবশ্য বলছেন, ফিফা তাদের বাণিজ্যিক স্বার্থ এবং বিশ্বকাপের সুষ্ঠু আয়োজনের জন্য যুক্তরাষ্ট্র সরকারকে খুশি রাখতেই এই পুরস্কার দিয়েছে।

এই বিভাগের আরো খবর