রোববার   ০৭ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ২৩ ১৪৩২   ১৬ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৬

গণতন্ত্রের পথে বাধা: সুবাতাস বইলেও ষড়যন্ত্র থামেনি, বললেন ফখরুল

ইমাম হোসেন

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৫  

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সতর্ক করে বলেছেন, একটি বিশেষ গোষ্ঠী ধর্মের দোহাই দিয়ে দেশে বিভাজন সৃষ্টি করার ষড়যন্ত্র করছে। তিনি স্পষ্ট করে বলেন, বিএনপি ধর্মভীরু মানুষের দল হলেও ধর্মকে পুঁজি করে রাষ্ট্রকে বিভক্ত করার রাজনীতিতে বিশ্বাস করে না।

 

আজ রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে দলের ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

 

 

মির্জা ফখরুল সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট ও অপপ্রচার নিয়ে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান।

 

  • বিভাজনের রাজনীতি: তিনি বলেন, "আমরা ধর্মভীরু মানুষ, কিন্তু ধর্ম দিয়ে রাষ্ট্র বিভাজনে বিশ্বাস করি না। একটি গোষ্ঠী ধর্মের নামে দেশে বিভাজনের পথ সৃষ্টি করতে চায়।"

  • সাইবার ওয়ার: বিএনপির বিরুদ্ধে চলমান অপপ্রচারের কথা উল্লেখ করে তিনি বলেন, ১৫ বছর পর গণতন্ত্র ফেরার সুযোগ এলেও বাধা কাটেনি। তিনি নেতাকর্মীদের ‘সাইবার ওয়ারে’ (Cyber Warfare) সজাগ থাকার নির্দেশ দেন।

 

 

বক্তব্যে তিনি তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা এবং রাষ্ট্র সংস্কারের ওপর বিশেষ গুরুত্ব দেন।

 

  • প্রতিষ্ঠান পুনর্গঠন: গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের আমলে ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নতুন করে গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি।

  • পুরনো কাঠামো অচল: ফখরুল বলেন, "তরুণ সমাজের মন-মানসিকতার অনেক পরিবর্তন এসেছে। পুরনো ধাঁচের রাষ্ট্রকাঠামো আর উপযোগী থাকছে না। বিএনপিকে এই নতুন চিন্তার আলোকেই তৈরি করতে হবে।"

 

 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে মহাসচিব জানান, তাঁর চিকিৎসার জন্য সব ধরনের সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে নিজেই পুরো চিকিৎসা কার্যক্রম তদারকি করছেন। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রচেষ্টার পাশাপাশি তিনি দেশবাসীর প্রার্থনার ওপর ভরসা রাখেন।

এই বিভাগের আরো খবর