বুধবার   ১২ নভেম্বর ২০২৫   কার্তিক ২৭ ১৪৩২   ২১ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৯৩

নারায়ণগঞ্জ এখন জঙ্গিবাদের ঘাঁটি: শামীম ওসমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৩  

সাংবাদকর্মীদের সঙ্গে কথা বলছেন শামীম ওসমান। ফাইল ছবি

সাংবাদকর্মীদের সঙ্গে কথা বলছেন শামীম ওসমান। ফাইল ছবি

নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, আন্তর্জাতিক জঙ্গিবাদের সঙ্গে বিএনপির যোগসূত্র আছে এবং নারায়ণগঞ্জ এখন বিএনপি জামাতের জঙ্গিবাদের ঘাঁটি।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফতুল্লার চাঁদমারি এলাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রয়াত সদস্য ভাষা সৈনিক মফিজুল ইসলামের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

বিএনপি ও তারেক জিয়া প্রসঙ্গে শামীম ওমান বলেন, বিএনপি এখন দুইটি গ্রুপে বিভক্ত হয়ে পড়েছে। তারা নির্বাচনের জন্য আন্দোলন করছে না। তারেক জিয়া দেশে অশান্ত পরিবেশ সৃষ্টি করে এই নির্বাচন বন্ধ করতে চায়। তবে বিএনপি জামায়াত শক্তিকে কোনোভাবে মাঠে থাকতে দেয়া হবে না।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদলসহ জেলা ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র নেতারা।

এই বিভাগের আরো খবর