মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫   কার্তিক ২৬ ১৪৩২   ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩৩

ঢাকায় আসছেন ব্রিটিশ প্রতিমন্ত্রী, গুরুত্ব পাবে যেসব বিষয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ মার্চ ২০২৩  

তিন দিনের সফরে আগামী শনিবার (১১ মার্চ) ঢাকায় আসছেন ইন্দো-প্যাসিফিক বিষয়ক ব্রিটিশ প্রতিমন্ত্রী অ্যান-মারি ট্রিভেলিয়ান। ব্রিটিশ প্রতিমন্ত্রীর সফরে ইন্দো-প্যাসিফিকসহ সমসাময়িক বৈশ্বিক ও আঞ্চলিক ইস্যু আলোচনায় গুরুত্ব পাবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূটনৈতিক সূত্রে এসব তথ্য জানা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, দক্ষিণ এশিয়া সফরের অংশ হিসেবে বাংলাদেশ সফরে আসছেন ব্রিটিশ প্রতিমন্ত্রী। তিনি নেপাল হয়ে বাংলাদেশে আসবেন।
ট্রিভেলিয়ানের সফরে আলোচনার টেবিলে কোন বিষয়গুলো গুরুত্ব পাবে-জানতে চাইলে এ কর্মকর্তা বলেন, দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে আলোচনা হবে। যেহেতু উনি ইন্দো-প্যাসিফিক এরিয়া নিয়ে কাজ করেন, তারা অবশ্যই ওই ইস্যুতে গুরুত্ব দেবেন বলে আমরা আশা করছি। এছাড়া রোহিঙ্গা ইস্যু রয়েছে, অর্থনীতি আছে; তাছাড়া বৈশ্বিক সমসাময়িক ইস্যু আলোচনায় আসতে পারে।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, ব্রিটিশ প্রতিমন্ত্রীর ঢাকা সফরে ইন্দো-প্যাসিফিক ইস্যু হবে মূল আলোচনার বিষয়। এর বাহিরে দেশটি গণতন্ত্র, রাজনৈতিক বিষয়গুলো হয়তো তুলতে পারে। পাশাপাশি রাশিয়া-ইউক্রেন ইস্যু তুলতে পারে ট্রিভেলিয়ান।

জানা গেছে, সফরকালে ব্রিটিশ প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া দেশের নাগরিক সমাজ এবং বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় করতে পারেন ট্রিভেলিয়ান।

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে ব্রিটিশ ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট (এফসিও) ট্রিভেলিয়ানকে ইন্দো-প্যাসিফিক বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।

এই বিভাগের আরো খবর