মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫   কার্তিক ২৭ ১৪৩২   ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২১৯

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভাষাশহীদদের প্রতি আইন বিভাগের শ্রদ্ধাঞ্জলি

আহমেদ সানি, জবি প্রতিবেদক

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৩  

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ। 

মঙ্গলবার রাতে প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে জবির আইন বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক শহীদুল ইসলামের নেতৃত্বে পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আইন বিভাগ। 

এ সময় উপস্থিত ছিলেন আইন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা ও জবি আইন অনুষদ ছাত্রলীগের সভাপতি,  সাধারণ সম্পাদক এবং অন্যান্য নেতৃবৃন্দ।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউট, শিক্ষক সমিতি, সাংবাদিক সমিতি, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, কর্মকর্তা-কর্মচারী সমিতি, সহায়ক কর্মচারী সমিতিসহ অন্য সংগঠনগুলো।

এদিকে সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের সমন্বয়ে ভাষাশহীদ রফিক ভবন প্রাঙ্গণে সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত ‘চেতনায় একুশ’ শীর্ষক অনুষ্ঠানে আবৃত্তি, গান, নাচ ও প্রবন্ধ পাঠে অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছয়টি সাংস্কৃতিক সংগঠন।

এই বিভাগের আরো খবর