মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫   কার্তিক ২৭ ১৪৩২   ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২০৭

চাঁপাইনবাবগঞ্জে শহিদ দিবস `উদযাপন উপলক্ষে আলোচনা সভা

আব্দুল্লাহ আল মামুন

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৩  

চাঁপাইনবাবগঞ্জে ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের আয়োজনে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ উদ্ধসঢ়;যাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় জেলা ইফা’র মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কৃষিবিদ আহমেদ মাহবুব-উল-ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি ভাষা আন্দোলনের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা ও তাঁদের আত্মার শান্তি কামনা করে বলেন, ভাষা আন্দোলনের ধারাবাহিকতায় আমাদের বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়েছিল। বাংলাদেশের জন্ম না হলে আমরা আজ এই পর্যায়ে আসতে পারতাম না। সমৃদ্ধ জাতি হিসেবে মাথা তুলে দাঁড়াতে পারতাম না। বাংলা আমাদের মাতৃভাষা। বাংলাদেশ আমাদের মাতৃভূমি। মাতৃভূমিকে ভালোবাসা ঈমানের অঙ্গ। অন্য ভাষার প্রতি আমাদের অনুরাগ বা বিরাগ নাই। আমরা যত পারি অন্যান্য ভাষা শিখবো। তবে মাতৃভাষা বাংলাকে সর্বোচ্চ গুরুত্ব ও অগ্রাধিকার দিতে হবে। পরে তিনি দিবসটি যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সহিত উদযাপনের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া তিনি সবাইকে একুশের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্ধসঢ়;বান জানান। চাঁপাইনবাবগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক কৃষিবিদ মাহমুদার রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি’র বক্তব্য দেন বঙ্গবন্ধু পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার

সাধারণ সম্পাদক ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় চাঁপাইনবাবগঞ্জ উপ আঞ্চলিক কেন্দ্রের সহকারী আঞ্চলিক পরিচালক মোহাঃ শামসুজ্জামান বাবু। আলোচনা পর্ব শেষে ৫২’র ভাষা আন্দোলন ও বঙ্গবন্ধুসহ মুক্তিযুদ্ধের সকল শহিদদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়। এসময় ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন প্রকল্পে কর্মরত শতাধিক ইমাম, মুয়াজ্জিন ও শি¶ক উপস্থিত ছিলেন। 

এই বিভাগের আরো খবর