মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫   কার্তিক ২৭ ১৪৩২   ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৫২

খিলগাঁওয়ে হয়ে গেল নিসআ`র আলোচনা সভা

মুহাম্মদ বশির আহমাদ 

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৩  

আজ শনিবার ২৫/০২/২৩ ইং রাজধানীর খিলগাঁওয়ে হয়ে গেল নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ), ঢাকা জেলা কতৃক আয়োজিত "বায়ান্ন থেকে আঠারো: স্বতঃস্ফূর্ত বিদ্রোহ ও বর্তমান করণীয় শীর্ষক আলোচনা সভা" ও নব-নির্বাচিত ঢাকা জেলা কমিটি পরিচিত সভা এবং বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক পরিবহন ফেডারেশন এর দপ্তর সম্পাদক বাদল চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ), কেন্দ্রীয় কমিটির নব নির্বাচিত ভারপ্রাপ্ত সদস্য সচিব তানজীদ সোহরাব ও কার্যনির্বাহী সদস্য মহসীন হাসান দিগন্ত।

 

এছাড়াও উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ), ঢাকা জেলার সভাপতি নাঈম আল ইসলাম, সাধারণ সম্পাদক মো: রায়হান, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মুজিবুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক ইব্রাহীম নিরব, সাবিক রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী ইসমাতুজ্জান্নত সূচী, অর্থ সম্পাদক আরিফ হোসাইন, দপ্তর সম্পাদক মুশফিকুর রহমান  সহ ঢাকা জেলার বিভিন্ন নেতৃবৃন্দ। 

উক্ত আলোচনা সভায় বায়ান্ন থেকে আঠারো পর্যন্ত বিভিন্ন আন্দোলন ও ভবিষ্যৎ করণীয়সহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবু হাসান নাহিয়ান (সহ-সভাপতি ঢাকা জেলা), অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আবিদ আহমেদ নিলয়, (সহ-সভাপতি ঢাকা জেলা) 

 

নিরাপদ সড়ক বিনির্মাণে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান সকল বক্তারা।

এই বিভাগের আরো খবর