মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫   কার্তিক ২৭ ১৪৩২   ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৭৩

ক্রোয়েশিয়ায় চাকরির লোভ দেখিয়ে ভারতে পাচার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৩  

গ্রেফতার একেএম মাহফুজুর রহমান

গ্রেফতার একেএম মাহফুজুর রহমান

ক্রোয়েশিয়ায় উচ্চ বেতনে চাকরির লোভ দেখিয়ে নিতেন কয়েক লাখ টাকা। এরপর প্রথমে ট্যুরিস্ট ভিসায় নেওয়া হতো ভারতে। সেখানে আটকে রেখে করা হতো নির্যাতন। এভাবে দেশের বিভিন্ন এলাকার সাধারণ লোকজনকে প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে প্রতারণা করে আসছিল একটি চক্র।

চক্রটির মূলহোতা একেএম মাহফুজুর রহমানকে (৪৮) শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর মতিঝিল এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৩।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) এই তথ্য জানান র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

অধিনায়ক বলেন, তার জনশক্তি রপ্তানির লাইসেন্স ছিল না। এরপরও মানুষের কাছ থেকে ক্রোয়েশিয়ায় উচ্চ বেতনে চাকরির লোভনীয় কথাবার্তা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নেন। ক্রোয়েশিয়ায় পাঠানোর জন্য প্রথমে ট্যুরিস্ট ভিসায় ভারতে পাঠায়। সেখানে আটকে রেখে ভুক্তভোগীর পরিবারের কাছে আবারও টাকা দাবি করে। চাহিদা অনুযায়ী টাকা পাওয়ার পর ভারতের কোনো একটি স্থানে রেখে চক্রটি ভুক্তভোগী ও তার পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়।

এভাবে দেশের বিভিন্ন এলাকার সাধারণ লোকজনকে প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে মানবপাচারের মাধ্যমে প্রতারণা করে আসছে একটি চক্র। তারা সংঘবদ্ধ মানবপাচার চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

এই বিভাগের আরো খবর