শুক্রবার   ২৬ ডিসেম্বর ২০২৫   পৌষ ১২ ১৪৩২   ০৬ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৭৩

অস্ত্র উদ্ধারে বুধবার মধ্যরাত থেকে যৌথ অভিযান শুরু: স্বরাষ্ট্র উপ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২৪  

অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে যৌথ অভিযান পরিচালিত হবে আগামীকাল বুধবার রাত ১২টার পর থেকে। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব) সাংবাদিকদের এ তথ্য জানান। 


উপদেষ্টা বলেন, ‘মিয়ানমার সীমান্তে আমাদের কিছু সমস্যা রয়েছে, সেগুলো সমাধানের চেষ্টা চলছে। আসন্ন দুর্গা পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।’ তবে এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের কোনো প্রশ্ন নেননি। 


অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান শুরু বুধবার: স্বরাষ্ট্র উপদেষ্টাঅবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান শুরু বুধবার: স্বরাষ্ট্র উপদেষ্টা
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ কমিটির প্রথম বৈঠক আজ মঙ্গলবার অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্র উপদেষ্টাকে সভাপতি করে ১২ সদস্যের উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করা হয়েছে।

এই বিভাগের আরো খবর