মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫   কার্তিক ২৭ ১৪৩২   ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৪৮

সি.এন.জি চালকদের ১০ দফা দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৩  

ঢাকা জেলা ফোর স্ট্রোক অটোরিক্সা ড্রাইভার্স ইউনিয়ন এর আয়োজনে গতকাল রবিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা জেলা ফোর স্ট্রোক অটোরিক্সা ড্রাইভারর্স ইউনিয়নের উদ্যোগে সি.এন.জি অটোরিক্সা চালকদের মাঝে ৫ হাজার সি.এন.জি অটোরিক্সা দ্রুত বিতরণ, চালকদের নিকট থেকে অতিরিক্ত আদায় বন্ধ, গ্যারেজ ভাড়ার নামে টাকা নেওয়া বন্ধ, ড্রাইভিং লাইসেন্সের বর্ধিত ফি প্রত্যাহার, গাড়ীর শ্রেণি অনুসারে জরিমানার হার নির্ধারণ, নিয়োগপত্র-পরিচয়পত্র প্রদান, সড়ক পরিবহন আইন ২০১৮ ও বিধিমালা ২০২২ ধারা বাতিল, অন্যায়ভাবে রেকারিং-ডাম্পিং বন্ধ এবং পাঠাও-উবার গাড়ির ড্রাইভারদের নির্দিষ্ট পোশাক পরিধান এবং সড়ক দূর্ঘটনা ব্যতিরেকে ৯৮ ধারা ও ১০৫ ধারার মামলা বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে। উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশণের সাধারণ সম্পাদক ওসমান আলী। সভাপতিত্ব করেন, ঢাকা জেলা ফোর স্ট্রোক অটোরিক্সা ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি মো. রফিকুল ইসলাম, সঞ্চালনা করেন, ঢাকা জেলা ফোর স্ট্রোক অটোরিক্সা ড্রাইভার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক মো.

কামাল আহমেদ এবং অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, যাত্রাবাড়ী থানা উপকমিটির সভাপতি মো. সহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. খোকন শেখ প্রমুখ।

এই বিভাগের আরো খবর