মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫   কার্তিক ২৭ ১৪৩২   ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১১৪

সাহাবুদ্দিনের সঙ্গে ডেপুটি স্পিকারের সাক্ষাৎ

জ্যেষ্ঠ প্রতিবেদক  

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৩  

মো. সাহাবুদ্দিন ও শামসুল হক টুকু

মো. সাহাবুদ্দিন ও শামসুল হক টুকু

নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর গুলশানে সাহাবুদ্দিনের বাসভবনে তার সঙ্গে সাক্ষাৎ করেন ডেপুটি স্পিকার। এসময় ডেপুটি স্পিকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে ফুলেল শুভেচ্ছা জানান।

সাক্ষাৎকালে ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদের ফলে একসঙ্গে কারাবরণের স্মৃতিচারণ করেন তারা। এছাড়া ছাত্রজীবনের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে এবং রাজনৈতিক জীবনের বিভিন্ন সময়ে প্রতিকূল পরিবেশে দলের জন্য লড়ে যাওয়ার বিষয় উঠে আসে তাদের আলোচনায়।
রাষ্ট্রপতি ও ডেপুটি স্পিকার পাবনা থেকে নির্বাচিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তারা।

এই বিভাগের আরো খবর