মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫   কার্তিক ২৭ ১৪৩২   ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৫২

মন্ত্রীর পরিদর্শনের আগে টিকিট ছাড়া যাত্রীদের সরালেন টিটিই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ মার্চ ২০২৩  

কমলাপুর রেলস্টেশনে রংপুর এক্সপ্রেস ট্রেন পরিদর্শন করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি অনলাইন টিকিটিংয়ে যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতা সম্পর্কে ধারণা নিতে পরিদর্শনে গিয়েছেন।

বুধবার (১ মার্চ) সকালে পরিদর্শনে যান তিনি।

রেলমন্ত্রী ট্রেনের ‘খ’ বগিতে প্রবেশের আগেই কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মাসুদ সারওয়ার ও  দু’জন ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক-টিটিই বিনা টিকিটের যাত্রীদের অন্য বগিতে পাঠিয়ে দেন।

বিষয়টি নিয়ে রেলমন্ত্রী বলেন, এটা তো বাস্তবায়নের বিষয়, কতটুকু ইমপ্লিমেন্ট করতে পারবো সেটাই বিষয়। আমরা শুরু করলাম মাত্র।

কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মাসুদ সারওয়ারের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কমলাপুর থেকে অনেক যাত্রী বিমানবন্দর স্টেশনে যায়। তারা কিভাবে ওঠে এটা বোঝা যায় না। স্ট্যান্ডিংয়ের জন্যে আলাদা বগি না থাকলে এটা বন্ধ করা সম্ভব নয়।

এর আগে, সকাল ৯ টার সময় রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন টিকিট বিক্রি, পরিদর্শন ও ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষকদের ( টিটিই) কাছে পজ মেশিন হস্তান্তর করেন।

এই বিভাগের আরো খবর