বুধবার   ২৮ জানুয়ারি ২০২৬   মাঘ ১৫ ১৪৩২   ০৯ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২২

বিশ্বজুড়ে এআই অ্যাপ ডাউনলোডের চাহিদা এখন শীর্ষে

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৬  

বিশ্বব্যাপী মোবাইল অ্যাপের বাজারে এখন রাজত্ব করছে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)। মাত্র দুই বছরের ব্যবধানে এআই-ভিত্তিক অ্যাপের চাহিদা অপ্রত্যাশিত উচ্চতায় পৌঁছেছে। সম্প্রতি প্রকাশিত ‘স্টেট অব মোবাইল ২০২৬’ রিপোর্টে জেনারেটিভ এআই-কে দ্রুততম গ্রোয়িং ক্যাটাগরি হিসেবে চিহ্নিত করা হয়েছে।

 

চাহিদা বাড়ার মূল কারণ:

  •  ব্যবহারকারীরা জেনারেটিভ এআই-কে ভবিষ্যতের ‘ওয়ানস্টপ সল্যুশন’ হিসেবে দেখছেন, যা দ্রুত কাজ সম্পন্ন করতে সাহায্য করে।

  •  গ্রাহকদের আকৃষ্ট করতে নির্মাতা প্রতিষ্ঠানগুলো প্রিমিয়াম ফিচারগুলো বিনামূল্যে বা বিশেষ ছাড়ে ব্যবহারের সুযোগ দিচ্ছে।

  •  গত এক বছরে এআই অ্যাসিস্ট্যান্ট অ্যাপ ব্যবহারের হার দ্বিগুণ হয়েছে।

 

জনপ্রিয় অ্যাপের তালিকা: পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া এআই অ্যাপের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে চ্যাটজিপিটি। এর পরেই জায়গা করে নিয়েছে গুগল জেমিনি, পারপ্লেক্সিটি এবং ইলন মাস্কের গ্রোক (Grok)। ২০২৫ সালেও সামগ্রিক অ্যাপ ডাউনলোডের তালিকায় চ্যাটজিপিটি দ্বিতীয় অবস্থানে ছিল।

বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতের ডিজিটাল জীবনযাত্রায় এআই অ্যাপ ছাড়া চলা প্রায় অসম্ভব হয়ে পড়বে। এআই অ্যাসিস্ট্যান্ট ছাড়াও বর্তমানে ‘মাইক্রোড্রামা’ প্ল্যাটফর্মের অ্যাপগুলোর চাহিদাও লক্ষণীয় হারে বাড়ছে।

এই বিভাগের আরো খবর