মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫   কার্তিক ২৭ ১৪৩২   ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৮৬

বাংলাদেশ থেকে আরও শ্রমিক নিতে চায় আমিরাত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৩  

বাংলাদেশ থেকে টেকনোলজিস্ট, নার্স ও কেয়ারগিভারসহ শ্রমিক নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে আমিরাতে দেশটির মানবসম্পদ ও এমিরেটাইজেশন মন্ত্রী আবদুল রহমান আবদুল মান্নান আল আওয়ারের সঙ্গে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদের এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় এ আগ্রহ প্রকাশ করে আমিরাত। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।

বৈঠকে আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর, কনসাল জেনারেল বি এম জামাল হোসেন, মিনিস্টার (লেবার-লোকাল) ফাতেমা জাহান, সংযুক্ত আরব আমিরাতের অ্যাক্টিং অ্যাসিস্ট্যান্ট আন্ডার সেক্রেটারি ফর কমিউনিকেশন অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনস সায়মা ইউসেফ আলওয়াধসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের জয়েন্ট টেকনিক্যাল কমিটির দ্বিতীয় সভা খুব দ্রুত করার বিষয়ে উভয়পক্ষ সম্মত হয়েছে। কর্মীদের দক্ষতার সনদের স্বীকৃতির বিষয়ে উভয় দেশ কাজ করবে বলেও সম্মত হয়।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ ১৩-১৫ ফেব্রুয়ারি দুবাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট-২০২৩ এ অংশ নেন। এছাড়া ১৪ ফেব্রুয়ারি অভিবাসী শ্রমিক সংক্রান্ত এক আলোচনা সভায় অংশ নেন তিনি। এসময় তিনি মাইগ্রেশন সেক্টরে গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও বর্তমান বিশ্বের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ তৈরিতে বাংলাদেশের অবস্থানের কথা তুলে ধরেন।

এই বিভাগের আরো খবর