বুধবার   ২৮ জানুয়ারি ২০২৬   মাঘ ১৫ ১৪৩২   ০৯ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৮

ফেসবুক-হোয়াটসঅ্যাপে আসছে প্রিমিয়াম সাবস্ক্রিপশন: গুণতে হবে টাকা

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৬  

মেটা তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে আয়ের নতুন উৎস এবং ব্যবহারকারীদের উন্নত অভিজ্ঞতা দিতে প্রিমিয়াম সাবস্ক্রিপশন ব্যবস্থা চালুর পথে হাঁটছে। আগামী কয়েক মাসের মধ্যে এই বিশেষ সেবার ট্রায়াল বা পরীক্ষা শুরু হবে।

 

সাবস্ক্রিপশনে যা থাকছে:

  • উন্নত এআই টুল: সাবস্ক্রিপশন নিলে ব্যবহারকারীরা মেটার লেটেস্ট এআই প্রযুক্তি ব্যবহার করতে পারবেন। এতে ভ্রমণ পরিকল্পনা তৈরি বা প্রেজেন্টেশনের মতো জটিল কাজ খুব সহজেই এআই-এর মাধ্যমে করা যাবে।

  • ভিডিও জেনারেশন অ্যাপ 'ভাইবস': মেটার নতুন ভিডিও ক্রিয়েশন অ্যাপ ‘ভাইবস’ (Vibes)-এর প্রিমিয়াম ফিচারগুলো সাবস্ক্রিপশনের আওতায় থাকবে।

  • ম্যানাস এআই এজেন্ট: সম্প্রতি মেটা চীনের এআই স্টার্টআপ ‘ম্যানাস’ (Manus)-কে কিনে নেওয়ার চুক্তি করেছে। ম্যানাসের উন্নত এআই এজেন্টগুলো সাবস্ক্রিপশন গ্রাহকদের জন্য উন্মুক্ত করা হবে, যা সাধারণ চ্যাটবটের চেয়ে অনেক বেশি স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে সক্ষম।

 

লিঙ্ক শেয়ারিংয়ে সীমাবদ্ধতা: এর আগে মেটা ফেসবুক ও ইনস্টাগ্রামে লিঙ্ক শেয়ার করার ওপর সীমাবদ্ধতা আরোপের পরীক্ষাও চালিয়েছে। ধারণা করা হচ্ছে, ভবিষ্যতে নির্দিষ্ট সংখ্যার বেশি লিঙ্ক শেয়ার করতে সাবস্ক্রিপশন ফি প্রয়োজন হতে পারে।

 

আগের পেইড সেবা: উল্লেখ্য যে, ২০২৩ সালে মেটা প্রথমবারের মতো 'মেটা ভেরিফাইড' চালু করে, যার মাধ্যমে অর্থের বিনিময়ে প্রোফাইলে ব্লু-টিক (Blue Tick) পাওয়ার সুযোগ দেওয়া হয়। এবারের প্রিমিয়াম সেবাটি মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর বিশেষ ফিচারের ওপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে।

এই বিভাগের আরো খবর