মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫   কার্তিক ২৭ ১৪৩২   ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৪০

ঢাবি’র সাবেক সিনেট সদস্য মনির হোসেনের ইন্তেকাল

গাজীপুর প্রতিনিধিঃ

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৩  

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য, কালীগঞ্জের কৃতি সন্তান মোঃ মনির হোসেন রবিবার ভোর ৬টায় ঢাকার জাতীয় হৃদরোগ ইনষ্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃতুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।
তিনি দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন জটিল রোগে ভোগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তিনি একাধিকবার ভারতের চেন্নাইয়ের এপ্যোলো ও সিএমএইচ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
একজন পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যাক্তি হিসেবে মোঃ মনির হোসেন সর্বমহলে পরিচিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মোঃ মনির হোসেন ও ছাত্রলীগের তৎকালীন সভাপতি সাজ্জাদ হোসেন কবি জসিম উদ্দিন হলের পাশাপাশি কক্ষের আবাসিক ছাত্র ছিলেন। যা বর্তমান ছাত্র রাজনীতিতে বিরল।
তার মৃত্যুতে বিএনপি ও অঙ্গসংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। মৃত্যুকালে তিনি এক কন্যা, স্ত্রী, ভাই বোনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। কালীগঞ্জের বাহাদুরশাদী ইউনিয়নের খলাপাড়া ঐতিহাসিক ঈদগা মাঠে বাদ আসর মরহুমের জানাজা শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এই বিভাগের আরো খবর