মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫   কার্তিক ২৭ ১৪৩২   ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১২৮

কক্সবাজারে আগর বাগানে দুর্বৃত্তের আগুন, ৪৬ গাছ লুট

কক্সবাজার প্রতিনিধি  

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৩  

কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের কাকারা বন বিট এলাকায় আগর বাগানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পাশাপাশি অর্ধশত গাছ কেটে নিয়ে যাওয়া হয়।
রোববার (২৬ ফেব্রুয়ারি) রাতে পৃথক দুটি সামাজিক বনায়নের আগর বাগানে এ ঘটে।
স্থানীয় সূত্র জানায়, কাকারা বন বিটের আওতাধীন সামাজিক বনায়নের আগর বাগানে রাত ৯ টার দিকে হঠাৎ আগুন দেখা যায়। আগুন দ্রুত চারপাশে ছড়িয়ে যায়। আগুনে বিভিন্ন প্রজাতির অসংখ্য গাছ পুড়ে যায়। খবর পেয়ে রাত ১১টার দিকে উপকার ভোগী কয়েকটি পরিবারে সদস্যরা আগুন নেভান। কে বা কারা আগুন দিয়েছে জানতে পারেননি স্থানীয়রা।

ক্ষতিগ্রস্ত বাগান উপকারভোগী তৌহিদুল ইসলাম ও ডাক্তার হাসান বলেন, দুর্বৃত্তের দেওয়া আগুনে আগর বাগানের অসংখ্য গাছ পুড়ে ক্ষতি হয়েছে। ২৫ ফেব্রুয়ারি রাতে দুর্বৃত্তরা সবুজ বাংলা নামক আরেকটি সামাজিক বনায়নে আগুন দেয়। ২২ জানুয়ারি রাতে আগুন দেওয়া হয় উপকারভোগী জাহেদুল ইসলাম চৌধুরীর আগর বাগানে। আগুন দেওয়ার পাশাপাশি দুর্বৃত্তরা ৪৬টি গাছ কেটে নিয়ে যায়। আগুনে পুড়ে যায় বেশ কিছু চারা গাছ।

উপকারভোগীদের অভিযোগ, বনায়ন-রক্ষিত ও সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে ঘর তৈরি করে বসবাসকারীরা পেশাদার বনদস্যুদের সঙ্গে যুক্ত হয়ে গাছ লুট ও আগুন দিচ্ছে। উপকারভোগীর পাশাপাশি বনবিভাগের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নিলে গাছ লুট ও আগুন দেওয়ার ঘটনা কমে আসতো।


কাকারা বিট কর্মকর্তা মোশাররফ হোসেন জাগো নিউজকে বলেন, খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। মূল্যবান আগর বাগানের বেশকিছু গাছ পুড়ে গেছে।

কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আনোয়ার হোসেন সরকার জাগো নিউজকে বলেন, আগর বাগানে আগুনের খবর পেয়েছি। এটা অঘটন নাকি পরিকল্পিত দুর্বৃত্তায়ন তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরো খবর