বুধবার   ২৮ জানুয়ারি ২০২৬   মাঘ ১৫ ১৪৩২   ০৯ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩২

আব্বাস-নাসিরুদ্দীনকে মুখোমুখি বিতর্কের আহ্বান মেঘনা আলমের

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৬  

 

ঢাকা-৮ আসনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা ঘিরে রাজনৈতিক উত্তাপ যখন ক্রমেই বাড়ছে, তখন দুই প্রধান প্রতিদ্বন্দ্বীকে প্রকাশ্য বিতর্কে বসার আহ্বান জানিয়েছেন একই আসনের আরেক প্রার্থী মডেল ও সাবেক মিস আর্থ মেঘনা আলম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বিএনপির প্রার্থী মির্জা আব্বাস ও এনসিপির প্রার্থী নাসিরুদ্দীন পাটোয়ারীকে মুখোমুখি আলোচনায় আসার প্রস্তাব দেন।

 

ফেসবুক পোস্টে মেঘনা আলম লেখেন, ‘মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটওয়ারীকে মানুষকে কমপেয়ার করার সুযোগ দেই কাজে ও কথায় আসলে কে পারদর্শী।’ আরেকটি পোস্টে তিনি বলেন, ‘শ্রদ্ধেয় মির্জা আব্বাস ও স্নেহের নাসিরউদ্দিন কে আহবান জানাচ্ছি, আসুন উন্নত বিশ্বের মত পাবলিক এর সামনে একসাথে গঠনমূলক ডিবেট করি।’

 

সম্প্রতি ঢাকা-৮ আসনে বিএনপি ও এনসিপি সমর্থকদের মধ্যে উত্তেজনা এবং হামলার অভিযোগ ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। নাসিরুদ্দীন পাটোয়ারী ও তার সমর্থকেরা মির্জা আব্বাসের অনুসারীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুললেও বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য দেখা গেছে।

 

এর আগে মেঘনা আলম মন্তব্য করেছিলেন, মির্জা আব্বাসের বিশ্রাম নেওয়া প্রয়োজন এবং নাসিরুদ্দীন পাটোয়ারীর আরও শেখার সুযোগ আছে। তবে এসব মন্তব্যের বিষয়ে দুই প্রার্থীর কেউই প্রকাশ্যে প্রতিক্রিয়া জানাননি।

 

রাজনীতিতে সক্রিয় হওয়ার অংশ হিসেবে গত ২৮ ডিসেম্বর গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের প্রাথমিক সদস্য ফরম পূরণ করেন মেঘনা আলম। একই দিন তিনি ঢাকা-৮ আসনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

 

নির্বাচনী ইশতেহারে মেঘনা আলম ঢাকা-৮ আসনকে নারীদের জন্য দেশের সবচেয়ে নিরাপদ এলাকা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ঢাকা-৮ এলাকায় নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক ও কার্যকর বিশেষ সিসিটিভি ব্যবস্থা চালু করা হবে যাতে পথ চলাচলের সময় কোনো নারী স্ট্রিট হ্যারাসমেন্ট বা অনাকাঙ্ক্ষিত স্পর্শের শিকার না হন।’

 

এ ছাড়া নিরাপদ হাঁটাচলা ও সাইকেল ব্যবহারের সুযোগ তৈরিতে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা, পুষ্টি, পরিচ্ছন্নতা এবং সামাজিক ও আইনগত সচেতনতা বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়ার কথাও জানান তিনি।

এই বিভাগের আরো খবর