সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৩০ ১৪৩২   ২৪ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৬৫

আইনি সেবাগ্রহীতাদের জন্য সুপ্রিম কোর্টের হেল্পলাইন চালু

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৪  

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নির্দেশনায় আইনি সেবাগ্রহীতাদের জন্য সুপ্রিম কোর্টে একটি হেল্পলাইন চালু করা হয়েছে।


সেবাগ্রহীতাগণ (+8801316154216) এই নম্বরে যোগাযোগ করে সুপ্রিম কোর্টে সেবা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যসহ পরামর্শ গ্রহণ করতে পারবেন।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির একজন কর্মকর্তা এই হেল্পলাইন পরিচালনা করবেন এবং সেবাগ্রহীতাকে প্রয়োজনীয় সাহায্য প্রদান করবেন। সরকারি ছুটির দিন বাদে প্রতি রোববার হতে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হেল্পলাইন সার্ভিস চালু থাকবে।

এই বিভাগের আরো খবর