ব্রেকিং:
এসএসসি পরীক্ষার ফল ১০ জুলাই

শনিবার   ১২ জুলাই ২০২৫   আষাঢ় ২৭ ১৪৩২   ১৬ মুহররম ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩১৩

কুয়াশাপাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২১  

ঘন কুয়াশার কারণে বন্ধ থাকার পর ফের চালু হয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল। সোমবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে সীমিত আকারে ফেরি চলাচল শুরু হয়।

ঘাট কর্তৃপক্ষ জানায়, কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে রোববার (২৪ জানুয়ারি) রাত ৯টার পর থেকে ফেরি চলাচলে ব্যাহত হচ্ছিল। রাত যত গভীর হচ্ছিল কুয়াশার মাত্রা ততই বাড়তে থাকে। রাত ১১টার দিকে কুয়াশার মাত্রা তীব্র আকার ধারণ করলে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটের চ্যালেনের বিকল বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় দুর্ঘটনা এড়াতে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
 
তবে রাত ১২টার দিকে কুয়াশার মাত্রা একটু কমে আসলে আবার ফেরি চলাচলের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। দুই ঘণ্টা ফেরি চলাচল স্বাভাবিক থাকার পর আবার রাত ২টার দিতে তীব্র কুয়াশায় ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এতে ছোট-বড় ৪৬টি যানবাহন নিয়ে মাঝ পদ্মায় আটকে ছিল ছোট-বড় ৪টি ফেরি।

আবার সকাল সাড়ে ৬টার দিকে কুয়াশার মাত্রা কমে আসলে সীমিত আকারে ফেরি চলাচল শুরু হয়। তবে এখনও পারের অপেক্ষায় রয়েছে ছোট-বড় ৬ শতাধিক যানবাহনের হাজার হাজার যাত্রী ও শ্রমিকরা। এতে সীমাহীন দুর্ভোগে রয়েছে দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২১ জেলার মানুষ।

এই বিভাগের আরো খবর