রোববার   ২১ ডিসেম্বর ২০২৫   পৌষ ৭ ১৪৩২   ০১ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho

অ্যাভাটারে গান গেয়ে যে সম্মান পাচ্ছেন মার্কিন সংগীতশিল্পী মাইলি

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫  

ডিজনি চ্যানেলের সেই কিশোরী 'হানা মন্টানা' থেকে আজকের বিশ্বকাঁপানো পপ তারকা—মাইলি সাইরাস মানেই নতুন কিছু। এবার তাঁর মুকুটে যুক্ত হচ্ছে আরও একটি অনন্য পালক। জেমস ক্যামেরনের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’-এ ব্যবহৃত গান ‘ড্রিম অ্যাজ ওয়ান’ (Dream as One)-এর জন্য পাম স্প্রিংস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ সম্মাননায় ভূষিত হচ্ছেন তিনি।

 

 

আগামী ২ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত চলবে বিখ্যাত পাম স্প্রিংস চলচ্চিত্র উৎসব। উৎসবের দ্বিতীয় দিন, অর্থাৎ ৩ জানুয়ারি এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে মাইলির হাতে ‘অসাধারণ শিল্পীসত্তা অর্জন সম্মাননা’ তুলে দেওয়া হবে।

এই আসরে মাইলির পাশাপাশি আরও অনেক বিশ্বখ্যাত তারকা সম্মাননা পাচ্ছেন। তালিকায় রয়েছেন লিওনার্দো ডিক্যাপ্রিও, টিমোথি শ্যালামে, মাইকেল বি জর্ডান, রোজ বার্ন, ইথান হক, কেট হাডসন ও অ্যাডাম স্যান্ডলারের মতো তারকারা।

 

 

‘ড্রিম অ্যাজ ওয়ান’ গানটি কেবল গাওয়াই নয়, মাইলি এটি লিখেছেনও। সহলেখক হিসেবে তাঁর সঙ্গে ছিলেন অ্যান্ড্রু ওয়াট, মার্ক রনসন ও সাইমন ফ্র্যাংলেন। প্যান্ডোরার রহস্যময় জগতে দর্শকদের নতুন এক আবেগঘন অভিযানে নিয়ে যেতে এই গানটি সিনেমায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

পাম স্প্রিংস চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান নাছাত্তার সিং চাঁদি এক বিবৃতিতে বলেন:

 

“মাইলি সাইরাস এমন একজন শিল্পী, যার আলাদা পরিচয়ের প্রয়োজন নেই। ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমার গানটি ইতোমধ্যে বিশ্বজুড়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। তাকে এই সম্মাননা দিতে পেরে আমরা আনন্দিত।”

 

 

বাবার হাত ধরে সংগীত জগতে আসা এই গ্র্যামি বিজয়ী শিল্পীর ঝুলিতে রয়েছে 'Bangerz' ও 'Endless Summer Vacation'-এর মতো সফল অ্যালবাম। তাঁর গাওয়া 'Flowers' এবং 'Party in the U.S.A.' বিশ্বজুড়ে চার্টবাস্টার হিসেবে পরিচিত। কান্ট্রি গায়ক বিলি রে সাইরাসের মেয়ে হয়েও তিনি নিজের ব্যতিক্রমী কণ্ঠ ও নিজস্ব স্টাইল দিয়ে বিশ্বজুড়ে কোটি ভক্তের মনে জায়গা করে নিয়েছেন।

এই বিভাগের আরো খবর