রোববার   ২৮ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৩ ১৪৩২   ০৮ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩

৫ বছর পর মিয়ানমারে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫  

দীর্ঘ পাঁচ বছরের বিরতি এবং রক্তক্ষয়ী রাজনৈতিক অস্থিরতার পর অবশেষে পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে মিয়ানমারে। ২০২১ সালে সামরিক বাহিনী রাষ্ট্রক্ষমতা দখলের পর দেশটিতে এই প্রথম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

 

 

মিয়ানমারের নির্বাচন কমিশনের প্রতিবেদনের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আজ রোববার স্থানীয় সময় সকাল ৬টা (বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিট) থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। জান্তানিয়ন্ত্রিত রাজধানী নেইপিদো, বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুন, এবং দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়সহ প্রধান শহর ও গ্রামাঞ্চলগুলোতে ভোটাররা কেন্দ্রে উপস্থিত হচ্ছেন। এই নির্বাচনে একই সাথে জাতীয় পার্লামেন্ট এবং প্রাদেশিক আইনসভা—উভয় সভার জন্য জনপ্রতিনিধি বাছাই করা হচ্ছে।

 

 

নির্বাচন চললেও জান্তা সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে নেই এমন অঞ্চলগুলোতে ভোটগ্রহণ হচ্ছে না। সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীদের দখলকৃত এলাকা ও অশান্ত প্রদেশগুলোতে নিরাপত্তার অজুহাতে নির্বাচন স্থগিত রাখা হয়েছে। ফলে এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে আন্তর্জাতিক মহলে ইতিপূর্বেই প্রশ্ন উঠেছে।

 

 

মিয়ানমারের রাজনৈতিক ইতিহাসের এই গুরুত্বপূর্ণ মোড়ের পেছনে রয়েছে বিতর্কিত অভ্যুত্থান:

  • ২০২০ সালের নির্বাচন: সর্বশেষ ২০২০ সালের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে অং সান সু চি’র দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) ভূমিধস বিজয় পেয়েছিল।

  • ২০২১-এর অভ্যুত্থান: সেই নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ২০২১ সালের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থান ঘটায় সামরিক বাহিনী। জেনারেল মিন অং হ্লেইংয়ের নেতৃত্বে এনএলডি সরকারকে হটিয়ে সু চি ও শীর্ষ নেতাদের বন্দি করে ক্ষমতা দখল করে সেনাবাহিনী।

দীর্ঘ জান্তা শাসনের পর এই নির্বাচনকে সেনাপ্রধান মিন অং হ্লেইং তাঁর ক্ষমতার বৈধতা পাওয়ার একটি হাতিয়ার হিসেবে দেখছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে অধিকাংশ গণতন্ত্রপন্থি দল এই নির্বাচন বয়কট করেছে।

এই বিভাগের আরো খবর