শনিবার   ২৭ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৩ ১৪৩২   ০৭ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho

গণঅধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে রাশেদ খান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫  

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ ছেড়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন মো. রাশেদ খান। আজ রোববার (২৮ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে তিনি বিএনপিতে যোগ দেন।

 

 

যোগদান অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা করেন যে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন রাশেদ খান। মির্জা ফখরুল দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের রাশেদ খানকে সর্বাত্মক সহায়তা করার নির্দেশ দেন।

 

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাশেদ খান বলেন:

“এলাকার জনগণ চায় আমি শহীদ জিয়ার মার্কায় ভোট করি। আমি ধানের শীষে ভোট করতে আগ্রহী এবং বিএনপির প্রার্থী হিসেবেই এই নির্বাচনে লড়াই করছি।”

 

 

এর আগে গত শুক্রবার (২৬ ডিসেম্বর) রাশেদ খান গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করেন। দলটির সভাপতি নুরুল হক নুর এই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে জানান, এটি মূলত নির্বাচনে জয়লাভের একটি সুদূরপ্রসারী কৌশলের অংশ।

নুরুল হক নুর বলেন: ফ্যাসিবাদ পতনের একদফার আন্দোলনে বিএনপি ও গণঅধিকার পরিষদসহ ৪২টি দল একসঙ্গে কাজ করেছে। সেই সময় থেকেই আলাপ ছিল যে, নির্বাচনের জয় নিশ্চিত করতে কৌশলগতভাবে কাজ করা হবে। রাশেদ খানকে নির্বাচনে জয়লাভের সুযোগ করে দিতেই তাঁকে গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করে ধানের শীষ প্রতীকে লড়ার অনুমতি দেওয়া হয়েছে। নির্বাচনের পর সকলে মিলে একটি জাতীয় সরকার গঠনের লক্ষ্যেই এই ঐক্যবদ্ধ প্রচেষ্টা।

 

 

উল্লেখ্য, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর নিজেও বিএনপির সঙ্গে সমঝোতা করে পটুয়াখালীর গলাচিপা আসন থেকে নির্বাচন করছেন। ওই আসনে বিএনপি তাঁকে পূর্ণ সমর্থন দিয়েছে। রাশেদ খানের পদত্যাগের পর গণঅধিকার পরিষদে দ্রুতই একজনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হবে বলে জানা গেছে।

এই বিভাগের আরো খবর