শনিবার   ২৭ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৩ ১৪৩২   ০৭ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১২

ছোট ভাই কোকো ও শ্বশুর মাহবুব আলীর কবর জিয়ারত করলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫  

দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবন শেষে দেশে ফিরে ব্যস্ত সময় পার করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচির মাঝে ছিল পারিবারিক শোকের স্মৃতিচারণ এবং নাগরিক অধিকার নিশ্চিতের দাপ্তরিক কাজ।

কোকো ও মাহবুব আলী খানের কবরে শ্রদ্ধা

 

শনিবার দুপুরে তারেক রহমান রাজধানীর বনানী কবরস্থানে যান। সেখানে তিনি তাঁর ছোট ভাই এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর কবরের পাশে দাঁড়িয়ে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন। ২০১৫ সালে কোকো মালয়েশিয়ায় মারা যাওয়ার সময় তারেক রহমান নির্বাসনে থাকায় শেষবার ভাইকে দেখতে পারেননি। ১৭ বছর পর আজ প্রথম সরাসরি ভাইয়ের কবর জিয়ারত করলেন তিনি।

 

এরপর তিনি বনানী সামরিক কবরস্থানে তাঁর শ্বশুর, সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের কবরে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন। এ সময় দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ তাঁর সঙ্গে ছিলেন।

ভোটার হলেন তারেক রহমান

 

কবর জিয়ারতের আগে দুপুর ১টার দিকে তারেক রহমান রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) যান। সেখানে তিনি জাতীয় পরিচয়পত্রের (NID) নিবন্ধনের জন্য নিজের আঙুলের ছাপ ও চোখের আইরিশ প্রদান করেন। তাঁর সাথে কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও ছিলেন; তিনিও একই সাথে ভোটার নিবন্ধনের বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্ন করেন। ইসি কর্মকর্তারা জানান, অনলাইনে আবেদন আগেই সম্পন্ন ছিল, আজ শুধু বায়োমেট্রিক প্রদানের আনুষ্ঠানিকতা শেষ করা হলো।

 

গত ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফেরার পর থেকেই তারেক রহমান রাজনীতি ও সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি শহীদ পরিবার এবং নিজের পরিবারের স্মৃতিবিজড়িত স্থানগুলোতে যাতায়াত করছেন।

এই বিভাগের আরো খবর