বৃহস্পতিবার   ২৫ ডিসেম্বর ২০২৫   পৌষ ১১ ১৪৩২   ০৫ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩

বড়দিনে আজ মুক্তি পাচ্ছে ‘স্ট্রেঞ্জার থিংস ৫’-এর নতুন তিন পর্ব

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫  

স্ট্রিমিং দুনিয়ার অন্যতম জনপ্রিয় সাই-ফাই সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’ (Stranger Things) প্রায় ১০ বছরের দীর্ঘ পথচলা শেষে এখন তার অন্তিম লগ্নে। এই শেষ সিজন অর্থাৎ সিজন ফাইভ-এর মোট ৮টি পর্বের মধ্যে আজ বড়দিনের (২৫ ডিসেম্বর) বিশেষ উপহার হিসেবে মুক্তি পাচ্ছে নতুন তিনটি পর্ব।

 

নেটফ্লিক্স এবার পুরো সিজনটি একবারে না ছেড়ে তিনটি ধাপে প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে:

  • প্রথম ধাপ: সিজনের প্রথম চারটি পর্ব গত ২৬ নভেম্বর প্রিমিয়ার হয়েছে।

  • দ্বিতীয় ধাপ (আজ): আজ ২৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে পর্ব ৫ থেকে ৭।

  • তৃতীয় ধাপ: সিজনের শেষ এবং সমাপনী পর্বটি দেখা যাবে বছরের শেষ দিন, ৩১ ডিসেম্বর।

 

নির্মাতা প্রতিষ্ঠান ডাফার ব্রাদার্স আগে থেকেই ইঙ্গিত দিয়ে রেখেছেন যে, এই সিজনটি হতে যাচ্ছে সিরিজের ইতিহাসের সবচেয়ে ভয়ংকর ও রোমহর্ষক অধ্যায়। গত চতুর্থ সিজনের শেষে দেখা গিয়েছিল হকিন্স সিটি ‘আপসাইড ডাউন’-এর কবলে পড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আজ মুক্তি পেতে যাওয়া পর্বগুলোতে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ভেকনার সাথে এল ও তার দলের এক মহাকাব্যিক লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।

 

এল, ডাস্টিন, মাইক আর স্টিভরা কি শেষ পর্যন্ত হকিন্সকে বাঁচাতে পারবে? প্রিয় চরিত্রগুলোর মধ্যে শেষ হাসি কে হাসবে আর কারা হারিয়ে যাবে—এই নিয়ে ভক্তদের মনে কৌতূহলের শেষ নেই। সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যেই ভক্তদের নানা ‘ফ্যান থিওরি’র ঝড় বইছে। তবে থিওরি সত্য হোক বা না হোক, হকিন্সের রহস্য উদঘাটনে আজ বিকেল থেকেই স্ক্রিনে চোখ রাখছেন দর্শকরা।

এই বিভাগের আরো খবর