শনিবার   ২৭ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৩ ১৪৩২   ০৭ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২১

টঙ্গীতে

মাদক কারবারি ফারুক হোসেন গ্রেফতার, ৫০ পিস ইয়াবা উদ্ধার

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫  

গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে মাদক কারবারি ফারুক হোসেন (৩৫) কে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

 

শনিবার রাতে, টঙ্গীর হোসেন মার্কেটের কাছে ইম্পিরিয়াল হাসপাতালের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

 

ডিবি পুলিশ জানায়, ফারুক হোসেনকে আটক করার সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

 

এ বিষয়ে গাজীপুর মহানগর গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ-কমিশনার (ডিসি) অশোক পাল বলেন, “ফারুক হোসেন দীর্ঘদিন ধরে টঙ্গী এলাকায় ইয়াবা মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিল। আমরা তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে । অভিযানের মাধ্যমে মাদক কারবারীদের গ্রেফতার এবং মাদক মুক্ত সমাজ গড়ে তোলার জন্য আমরা সর্বদা সচেষ্ট।”

এই বিভাগের আরো খবর