রোববার   ২৮ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৪ ১৪৩২   ০৮ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৯

খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল, পার করছেন সংকটময় মুহূর্ত

নাজমুল হুদা

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫  

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তিনি বর্তমানে একটি ‘সংকটময় মুহূর্ত’ পার করছেন বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক এবং মেডিকেল বোর্ডের সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

 

 

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কোনো পূর্বঘোষণা ছাড়াই এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের মুখোমুখি হন ডা. জাহিদ। তিনি অত্যন্ত উদ্বেগ প্রকাশ করে বলেন:

 

“স্বাভাবিকভাবেই ওনার (খালেদা জিয়া) অবস্থার উন্নতি হয়েছে—এ কথা বলা যাবে না। ওনার অবস্থা অত্যন্ত জটিল এবং উনি একটা সংকটময় মুহূর্ত পার করছেন।”

 

 

চিকিৎসকরা জানিয়েছেন, গত ২৩ নভেম্বর হাসপাতালে ভর্তির পর থেকেই খালেদা জিয়ার শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি ঘটতে থাকে। পরিস্থিতি বিবেচনায় তাঁকে প্রথমে কেবিন থেকে সিসিইউ (CCU) এবং পরবর্তীতে আইসিইউ-তে (ICU) স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

 

 

খালেদা জিয়ার সুচিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের নেতৃত্বে রয়েছেন অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের এই টিমের সাথে লন্ডন থেকে সার্বক্ষণিক যুক্ত রয়েছেন তাঁর পুত্রবধূ ডা. জুবাইদা রহমান। ডা. জাহিদ জানান, ডায়াবেটিস, কিডনি, হৃদ্‌যন্ত্র ও ফুসফুসের জটিলতাগুলো প্রতিনিয়ত ওঠানামা করছে, যা চিকিৎসকদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

 

 

বিএনপির পক্ষ থেকে বারবার তাঁকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার কথা বলা হলেও বর্তমান শারীরিক অবস্থায় দীর্ঘ আকাশযাত্রা তাঁর জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে দেশেই তাঁর চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড।

 

 

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার পর থেকেই নিয়মিত মাকে দেখতে হাসপাতালে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার দিনভর নানা কর্মসূচি শেষে তিনি আবারও এভারকেয়ার হাসপাতালে যান। সেখানে প্রায় দুই ঘণ্টারও বেশি সময় মায়ের পাশে অবস্থান করে রাত ১১টা ৫৮ মিনিটে হাসপাতাল ত্যাগ করেন তিনি।

 

বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের এই অবনতির খবরে দলের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে গভীর উদ্বেগ ছড়িয়ে পড়েছে। দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তাঁর পরিবার ও দল।

এই বিভাগের আরো খবর