শনিবার   ০৩ জানুয়ারি ২০২৬   পৌষ ১৯ ১৪৩২   ১৪ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১১৮

হাতপাখার চেয়ারম্যান প্রার্থীর উপর হামলার প্র‌তিবা‌দে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক    

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২১  

উক্ত মানববন্ধ‌নে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রা‌খেন: ইসলামী শ্রমিক আন্দোলন কুমিল্লা জেলা দক্ষিণ শাখার সভাপতি জনাব মোহাম্মদ নেসার উদ্দিন সুমন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রা‌খেন: ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ শাখার সেক্রেটারি মাওলানা শরাফত করিম, ইসলামী যুব আন্দোলন কুমিল্লা জেলা দক্ষিণ শাখার সভাপতি এস এম মনিরুল ইসলাম।

এছাড়াও আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরুড়া উপজেলা শাখার আইন বিষয়ক সম্পাদক আলহাজ্ব শাহ জালাল খান, ১৩নং আদ্রা ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাতপাখা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মাওলানা আবু সালেহ, ১২নং আড্ডা ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাতপাখা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মফিজুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বরুড়া উপজেলার সভাপতি হাফেজ আব্দুলাহ আল মাহবুব,

ইসলামী যুব আন্দোলন বরুড়া উপজেলার সহ সভাপতি  হাফেজ রবিউল ইসলাম,ইসলামী যুব আন্দোলন বরুড়া উপজেলার সাধারণ সম্পাদক হাফেজ ক্বারী ইব্রাহীম খলিল,  ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরুড়া উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ সাইমুন ইসলাম সহ আ‌রো অ‌নে‌কে।

মানববন্ধ‌নে বক্তারা বলেন:

 গতকাল ১৩/১১/২০২১ইং বিকাল ৫:০০ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর পীর সাহেব চরমোনাই মনোনীত হাতপাখার প্রার্থী পাশের গ্রাম পাচ পুকুরিয়ার একটি চায়ের দোকানে অবস্থান করছিলেন। হঠাৎ করে ৫০_৬০ জনের মোটরসাইকেল বহরে আওয়ামী সন্ত্রাসী বাহিনী এ‌সে তাঁকে দোকান থেকে বের করে রাস্তার উপর দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হামলা চালায় এবং তার গায়ের উপর দিয়ে মোটরসাইকেল তুলে দেয়। বল‌তে থা‌কে, একটা একটা হুজুর ধর, ধ‌রে ধ‌রে জবাই কর। এতে তার মাথা ফেটে যায় এবং পায়ে গুরুতর আঘাত প্রাপ্ত হয়।

তার স‌া‌থে থাকা মোটর সাই‌কেল, টাকা, দু‌টি স্মার্ট ফোন নি‌য়ে যায়। তাকে বলতে থাকে_ নির্বাচনে থাকতে পারবিনা, নৌকার প্রতীক ছাড়া কেউ থাকতে পারবে না। প‌রবর্তী‌তে জনসাধারন তা‌কে বরুড়া উপ‌জেলা হাসপাতালে নি‌য়ে যায়। ইতিপূর্বেও বিভিন্ন সময়  নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমান এর সন্ত্রাসী বাহিনী তার বাড়িতে গিয়ে নির্বাচন না করার জন্য হুমকি-ধমকি দিয়ে থাকেন। প্রত‌ীক বরা‌দ্ধের দিনও নৌকা সমর্থ‌কের সন্ত্রা‌সীরা হাতপাখার প্রার্থী‌কে ডিম ছু‌ড়ে মা‌রে। 

সং‌বিধান যেখা‌নে সবাই‌কে রাজনী‌তি করার অ‌ধিকার দি‌য়ে‌ছে, সেখানে আজ সরকার দলীয় সন্ত্রাস‌ী‌দের  দ্বারা প্রার্থী নির্মমভা‌বে আহত হ‌চ্ছে। তাই অতিদ্রুত সন্ত্র‌া‌সি‌দের গ্রেফতার ক‌রে আইনানুগ ব্যবস্থা করার জন্য প্রসাশ‌নের দৃ‌ষ্টি কামনা ক‌রেন।

এই বিভাগের আরো খবর