শনিবার   ০৩ জানুয়ারি ২০২৬   পৌষ ১৯ ১৪৩২   ১৪ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২২৭

সড়কপথে ভাড়া বৃদ্ধিতে, রেলপথে বেড়েছে যাত্রীর চাপ

নিজস্ব প্রতিবেদক    

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২১  

আজ(রবিবার) সন্ধ্যা সাড়ে সাতটায় কমলাপুর রেলস্টেশনে সরজমিন গিয়ে দেখা যায়, আগের তুলনায় কয়েকগুণ যাত্রীর চাপ বেড়েছে রেলপথে। নতুন ভাড়া বৃদ্ধির জন্য যাত্রীরা নিয়মিত ট্রেনে যাতায়াত করছে বলে জানান।

গত ৫ই নভেম্বর (শুক্রবার) থেকে ৭ই নভেম্বর (রবিবার)  পর্যন্ত সারাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করে পরিবহন মালিক সমিতির নেতারা। পরবর্তী সময়ে পরিবহন মালিক সমিতির নেতারা বিআরটিএ সাথে দিনভর বৈঠকে বসে সারাদেশে মহানগরের মিনিবাসের ভাড়া ২৬.৫ % ও দূরপাল্লার বাসের ভাড়া ২৫ % বৃদ্ধি করে। যা গত ৯ (নভেম্বর) থেকে প্রজ্ঞাপন দিয়ে জানানো হয় সংশ্লিষ্ট সকলকে এবং পরবর্তী সময় থেকে নতুন ভাড়া নেওয়া শুরু করে বাস মালিক সমিতি নেতারা। 

সারাদেশে মালিক সমিতির নেতারা ধর্মঘট প্রত্যাহার করে রবিবার রাত থেকে গাড়ি চালানোর সিদ্ধান্ত নেয়। পরের দিন সোমবার থেকে পুরোদমে রাস্তায় চলতে শুরু করে বাস, ট্রাক সহ সকল ধরনের গণপরিবহন। নতুন ভাড়া কার্যকর হওয়ার পর থেকে সাধারণ যাত্রীদের উপর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করে সড়কপথে। তারপর থেকে নিয়মিত ভাবে ট্রেনের প্রতি যোগ বেড়েছে সাধারণ মানুষের। 

নতুন ভাড়া বৃদ্ধি করার পর থেকে যাত্রীদের নিকট হতে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায়ের অভিযোগ উঠে সড়কপথে। তাছাড়াও সড়কপথের সাথে নতুন করে নৌপথে বেড়েছে লঞ্চের ৩৫% ভাড়া।  ধর্মঘটে নির্বগ্নে ট্রেন চলাচল করায় যাত্রীদের মধ্যে নতুন করে রেলপথে বেড়েছে আস্থা এবং সে সাথে নিয়মিত হারে ট্রেনে বেড়েছে যাত্রীদের চাপ। 

ঢাকা থেকে কুমিল্লার যাওয়ার জন্য সবসময় বাসে যাত্রা করেন আব্দুল কাদের। কিন্তু নতুন ভাড়া বৃদ্ধি করায় সেই এখন বাসের পরিবর্তে ট্রেনের যাত্রাকে বেছে নিয়েছেন। তার মতো অনেক যাত্রী এখন বাসের ভাড়া বৃদ্ধির জন্য রেলপথে ট্রেনের যাত্রাকে ভালো মনে করেছেন। 

চট্টগ্রামের মনসুর আলী বলেন, আমি সবসময় বাসে করে ৪০০-৫০০ টাকার মধ্যে যাতায়াত করলেও এখন আর করা সম্ভব নয়। সরকার নতুন ভাড়া বৃদ্ধি করে আমাদের অসুবিধায় ফেলেছে। এখন আমার জন্য ট্রেনে যাওয়া-আসা করাই উত্তম হবে। ট্রেনে গেলে আমার ভাড়া লাগবে ৩৫০ টাকা কিন্তু বাসে নতুন ভাড়া দিতে হবে আমাকে বাড়তি ১০০-১২৫ টাকা পরিশোধ করতে হবে। 

এই বিভাগের আরো খবর