সোমবার   ০৬ অক্টোবর ২০২৫   আশ্বিন ২১ ১৪৩২   ১৩ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৭১

স্টেজেই ব্যস্ত রিংকু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৮  

ক্লোজআপ ওয়ান তারকা মশিউর রহমান রিংকু। যিনি সর্ব মহলে রিংকু নামেই পরিচিত। রিংকুর সংগীতাঙ্গনে আনুষ্ঠানিক পথচলা ২০০৫ আয়োজিত ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার মাধ্যমে। এরপর থেকে নিজেকে গানের ভুবনেই ধরে রেখেছেন। যদিও তার সমসাময়িক অনেকেই গান থেকে দূরে সরে গেছেন। তবে সে স্রোতে গা ভাসায়নি রিংকু।

এক যুগেরও বেশি সময় ধরে চলতে থাকা ক্যারিয়ারে লালনগীতিকে প্রাধান্য দিয়ে বাংলা ফোক গানকেই আঁকড়ে ধরে আছেন তিনি। এ সময়কালে রিংকু নিজের আলাদা গায়কি গুণে শ্রোতা মহলে বেশ গ্রহনযোগ্যতা তৈরি করেছেন। তার গানের ভক্ত একটি প্রজন্মই নয়, বয়স্ক-ছেলে-বুড়ো সব ধরনের শ্রোতাদের কাছে সমান জনপ্রিয় রিংকু।

গেল মাসে ‘খোদার কাছে বিচার দিবো’ শিরোনামের গানের মিউজিক ভিডিও প্রকাশ করেন রিংকু। এর সুর ও সংগীত পরিচালনা করেন রোহান রাজ। মিউজিক ভিডিওটি প্রকাশিত হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান সিডি ভিশন থেকে।

গানটি নিয়ে রিংকু বলেন, আমি সব সময় সব ধরনেই শ্রোতাদের কথা চিন্তা করেই গান করি। যাতে ছেলে বয়স থেকে বয়স্ক সবার কাছে ভালো লাগে। এবারেও সেই বিষয়টি মাথায় রেখেই গানটি করেছি। গানটির কথা ও সুর শ্রোতাদের মন ছুঁয়ে যাবার মতো। প্রকাশের পর থেকেই ভালো সাড়া পাচ্ছি। শ্রোতাদের এই ভালোবাসাই সামনে আরো ভালো কাজের আগ্রহী করে তোলে।

এ পর্যন্ত বেশ কয়েকটি অ্যালবাম প্রকাশের পাশাপাশি 'লালন, ভবা পাগলা, জালালুদ্দীন খাঁ, উকিল মুন্সীর, দূরবিন শাহ'র বেশ কিছু গান তার গায়কীতে নতুন ভাবে জনপ্রিয়তা পেয়েছেন। এখানেই আটকে রাখেননি নিজেকে। গেয়েছেন রবীন্দ্র সংগীতও। রিংকুর প্রথম রবীন্দ্রসংগীত অ্যালবাম এর নাম 'বাউল বেশে রবি ঠাকুর'। এটি তার অষ্টম একক অ্যালবাম। তবে বর্তমানে একটু কম কাজ করছেন বলে জানান রিংকু।

এর কারণ হিসেবে রিংকু বলেন, আপাতত কাজ কম করছি এটি সত্য। কারণ গানটি এখন আর শোনার মধ্যে সীমাবদ্ধ নেই। এখন দেখারো একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। আবার ইউটিউবের বিষয় নিয়েও ভাবতে হবে। তাই এখন একটু চিন্তার মাঝে আছি, কি ধরনের কাজ করবো। শুধু গান ভালো হলেই হবে না সময় উপযোগী একটি মিউজিক ভিডিওর কথাও ভাবতে হবে।

তিনি বলেন, আশা করছি, আমার ভক্ত-শ্রোতারা আগামী বছর থেকে আবারো নিয়মিত পাবে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে যেন দর্শকদের ভালোবাসার মূল্য রাখতে পারি।

এই সময়ে রিংকুর ব্যস্ততা স্টেজ প্রোগ্রামকে ঘিরেই। এ নিয়ে তিনি জানান, আমি নিয়মিত টিভি লাইভের পাশাপাশি স্টেজে গান করছি। গেল কয়েকদিন আগে ইতালি থেকে শো করে ফিরেছি। সামনে শীতের সময় আসছে। এ সময় দেশেও স্টেজ প্রোগ্রাম বেড়ে যায়। এরই মধ্যে অনেক প্রস্তাব এসেছে। এর বাইরেও আগামী জানুয়ারীতে সুইজারল্যান্ড ও আফ্রিকায় শো করার কথা হয়েছে। এ সংখ্যা আরো বাড়বে।

এই বিভাগের আরো খবর