সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৫ ১৪৩২   ০৯ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৬৫

সেনবাগ উপজেলার এক মুক্তিযোদ্ধা পরিবারের সম্পত্তি জোর পূর্বক দখল

কামরুল ইসলাম, সোনাইমুড়ী

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২৩  

নোয়াখালীর সেনবাগ উপজেলার এক মুক্তিযোদ্ধা পরিবারের সম্পত্তি জোর পূর্বক দখল করার চেষ্টা চলছে। আদালতের নিষেধাজ্ঞা সত্যেও প্রতিপক্ষরা প্রাচীর নির্মাণ করছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেয়। ঘটনার বিবরণে জানা যায়, নোয়াখালী সেনবাগ উপজেলার ছাতারপাইয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা এটিএম হোসেনের মালিকানাধীন সম্পত্তি। মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানরা দীর্ঘদিন প্রবাসে ও ঢাকায় বসবাস করে আসছে। এ সুযোগে স্থানীয় সন্ত্রাসীরা ভ‚য়া কাগজপত্র সৃষ্টি করে উক্ত সম্পত্তি জবর দখল করার পায়তারা করছে। উক্ত ঘটনা জানাজানি হওয়ার পর মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে হাসিনা আক্তার সহ তার ওয়ারিশরা বাদী হয়ে মাসুম মনোয়ার, সাহাবুদ্দিন, কমল মজুমদারকে আসামী করে সিনিয়র সহকারী জজ আদালতে একটি দেওয়ানী মামলা করেন। যার নম্বর ৬১/২০২৩ ইং। বিচারক সিনিয়র সহকারী জজ উক্ত ভ‚মি শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে উভয়পক্ষকে স্থিতি অবস্থায় বজায় রাখার নির্দেশ দেন। সিনিয়র জজ আদালত থেকে আইনগত বিজ্ঞপ্তি একটি সাইনবোর্ড উক্ত সম্পত্তিতে লাগিয়ে দেন। আদালত নিষেধাজ্ঞা থাকা অবস্থায় প্রতিপক্ষ মাসুম মনোয়ার, কমল মজুমদার, সাহাবুদ্দিনের নেতৃত্বে খুরশিদ আলম, আব্দুল হক খোকন, আবুল কাশেম সহ জোর পূর্বক উক্ত স্থানে দখল করার জন্য সীমানা প্রাচীর ও পিলার নির্মাণ করতে থাকে। সন্ত্রাসীরা আদালতের সাইনবোর্ড টি ও সরিয়ে নিয়ে যায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাজটি বন্ধ করে দেয়। পুলিশ চলে আসার পর সন্ত্রাসীরা আবারও কাজ শুরু করে। এরপর পুলিশ আবারও গিয়ে কাজটি বন্ধ করে দেয়। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি আরও বলেন আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 

এই বিভাগের আরো খবর