সোমবার   ০৬ অক্টোবর ২০২৫   আশ্বিন ২০ ১৪৩২   ১৩ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৫৬

সুবীর নন্দীর অবস্থা অপরিবর্তিত

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০১৯  

কিংবদন্তি শিল্পী সুবীর নন্দীর শারীরিক অবস্থা অপরিবর্তিত। এখনো তিনি লাইফ সাপোর্টে আছেন। আজ সকালে শেষ হবে চিকিৎসকদের দেওয়া নির্ধারিত পর্যবেক্ষণের ৭২ ঘণ্টা। তবে সবাই এই মহান শিল্পীর সুস্থ হয়ে ফিরে আসার ব্যাপারে আশাবাদী এবং সকলেই তাঁর জন্য প্রার্থনায় নিমগ্ন।
মঙ্গলবার রাতে সুবীর নন্দীর শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাইলে শিল্পীর পরিবারের পক্ষ থেকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জাতীয় সমন্বয়ক সামন্ত লাল সেন বলেন, সুবীর নন্দীর শারীরিক অবস্থা অপরিবর্তিত। এটাকে খারাপ ভালো কিছুই বলা যাবে না। লাইফ সাপোর্টে অচেতন অবস্থাতেই আছেন তিনি।
পহেলা বৈশাখের রাতে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয় শিল্পী সুবীর নন্দীকে।

এই বিভাগের আরো খবর