শনিবার   ০৩ জানুয়ারি ২০২৬   পৌষ ১৯ ১৪৩২   ১৪ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৭৮

সুনামগঞ্জে টয়লেট থেকে গোয়েন্দা সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার!

নিজস্ব প্রতিবেদক    

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২১  

রোববার রাত সাড়ে ৮টার দিকে সুনামগঞ্জ পৌর শহরের বাঁধনপাড়া আবাসিক এলাকার ভাড়াটে বাসা থেকে তার মরদেহ উদ্ধার করেছে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ।

নিহত মো.ইয়াকুব আলী (২৬),তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের মাটিয়াইন গ্রামের মো. নুরুজ্জামান ও ফারজানা দম্পতির জৈষ্ঠ্য সন্তান।, নিহতের পরিবার সুত্রে জানাগেছে,১৫ মাস আগে তিনি এনএসআইয়ে যোগ দিয়েছিলেন। বিয়ে করেছিলেন আড়াই মাস হয়েছে।গত বৃহস্পতিবার ঢাকার কর্মস্থল হতে ছুটি নিয়ে শুক্রবার সকালে বাসায় এসেছিলেন তিনি।,

সুনামগঞ্জ সদর থানার এসআই রূপক বলেন,খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।,
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো শহিদুর রহমান বলেন,নিহত ইয়াকুব আলী জাতীয় গোয়েন্দা সংস্থার সদস্য ছিলেন।তিনি নিজ গলায় গামছা পেঁছিয়ে টয়লেটের আড়ার সাথে ঝুলন্তভাবে আত্মহত্যা করেছেন।তিনি আরো বলেন,এ ঘটনার তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
 

এই বিভাগের আরো খবর