শুক্রবার   ০২ জানুয়ারি ২০২৬   পৌষ ১৮ ১৪৩২   ১৩ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৬৪

সুনামগঞ্জে কারাবন্দিদের নিয়ে মাদকবিরোধী আলোচনা ও শপথ পাঠ অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৩  

সুনামগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা কারাগার এর আয়োজনে কারাগারের অভ্যন্তরে মাদকের বিরুদ্ধে সচেতনতার লক্ষ্যে কারাবন্দিদের নিয়ে মাদকবিরোধী আলোচনা সভা ও শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে।

১২জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে,জেলা কারাগারে কারাবন্দিদের নিয়ে মাদকবিরোধী আলোচনা ও শপথ পাঠ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী,অতিরিক্ত জেলা প্রশাসক এ,কে এম আব্দুল্লাহ বিন রশিদ,জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সুবিত্রা রায়,সহকারী কমিশনার ও জেল সুপার(ভারপ্রাপ্ত)বোরহান উদ্দিন,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সহকারী পরিচারক সাজেদুল হাসান প্রমুখ।

এসময় কারাবন্দিদের উদ্দেশ্যে আলোচকরা বলেন মাদক সমাজ ও জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেয়।মাদক জীবনকে কেড়ে নেয়,জীবনের স্বাভাবিক গতি ব্যাহত করে,মাদক এমন একটি মরণব্যাধি যাহা ধীরে ধীরে আত্মঘাতীমূলক জীবন প্রবাহ করে,পরিবারে অন্ধকার বয়ে আনে, ধ্বংস করে পারিবারিক সম্প্রীতি। 

এই বিভাগের আরো খবর