শুক্রবার   ০২ জানুয়ারি ২০২৬   পৌষ ১৮ ১৪৩২   ১৩ রজব ১৪৪৭

সুনামগঞ্জে কারাবন্দিদের নিয়ে মাদকবিরোধী আলোচনা ও শপথ পাঠ অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৮:১০ পিএম, ১২ জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার

সুনামগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা কারাগার এর আয়োজনে কারাগারের অভ্যন্তরে মাদকের বিরুদ্ধে সচেতনতার লক্ষ্যে কারাবন্দিদের নিয়ে মাদকবিরোধী আলোচনা সভা ও শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে।

১২জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে,জেলা কারাগারে কারাবন্দিদের নিয়ে মাদকবিরোধী আলোচনা ও শপথ পাঠ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী,অতিরিক্ত জেলা প্রশাসক এ,কে এম আব্দুল্লাহ বিন রশিদ,জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সুবিত্রা রায়,সহকারী কমিশনার ও জেল সুপার(ভারপ্রাপ্ত)বোরহান উদ্দিন,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সহকারী পরিচারক সাজেদুল হাসান প্রমুখ।

এসময় কারাবন্দিদের উদ্দেশ্যে আলোচকরা বলেন মাদক সমাজ ও জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেয়।মাদক জীবনকে কেড়ে নেয়,জীবনের স্বাভাবিক গতি ব্যাহত করে,মাদক এমন একটি মরণব্যাধি যাহা ধীরে ধীরে আত্মঘাতীমূলক জীবন প্রবাহ করে,পরিবারে অন্ধকার বয়ে আনে, ধ্বংস করে পারিবারিক সম্প্রীতি।