শনিবার   ০৩ জানুয়ারি ২০২৬   পৌষ ১৯ ১৪৩২   ১৪ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২০১

সুজানগর নির্বাচিত ইউপি সদস্যের উপর সন্ত্রাসী হামলা

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২১  

রবিবার (১৪ নভেম্বর) স্থানীয় মসজিদে ফজরের নামাজ পড়ে বাড়িতে ফেরার পথে এই হামলার স্বীকার হন তিনি। হামলার পরে স্থানীয় লোকজন মুসল্লি ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে।

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয় হয়। তার মাথা ও কানসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের কারনে বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

পাবনা সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজনুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এই ঘটনার পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। সকালের ঘটনা পরিবারের সকলেই আহত মেম্বারকে নিয়ে হাসপাতালে ব্যস্ত ছিলো। রাতে নির্বাচিত মেম্বারের চাচা ওয়াজেদ আলী মোল্লা নিজে বাদী হয়ে পরাজিত মেম্বার প্রার্থী আগাজ শেখকে প্রধান করে বেশ কয়েক জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন। ঘটনার বিষয়ে আমরা তদন্ত করছি। এই ঘটনার সাথে যরা প্রকৃত ভাবে জড়িত রয়েছে তাদেরর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে এবং তাদের গ্রেফতারে জন্য অভিযান চলছে।

এই বিভাগের আরো খবর