মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫   কার্তিক ২৬ ১৪৩২   ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩৭

সীতাকুণ্ডে ২০০ বোতল বিদেশি মদসহ প্রাইভেটকার জব্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৩  

চট্টগ্রামের সীতাকুণ্ডে ২০০ বোতল বিদেশি মদসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে হাইওয়ে থানা পুলিশ। বৃহস্পতিবার (৩০ মার্চ) ভোর ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের কুমিরা এলাকায় এসব মদ জব্দ করা হয়।

হাইওয়ে পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বিষয়টি নিশ্চিত করে  বলেন, বার আউলিয়া হাইওয়ে থানার একটি টিম রাতে টহল দেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী প্রাইভেটকারটি থামানোর সংকেত দেয়। এ সময় কারটি সিগনাল অমান্য করে বেপরোয়া গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে হাইওয়ে পুলিশের টিম ধাওয়া দিয়ে প্রাইভেটকারটিকে কুমিরা জিপিএইচ ইস্পাতের সামনে থামাতে বাধ্য করলে চালক রাস্তার পাশে দ্রুত গাড়িটি থামিয়ে পালিয়ে যায়।

এ সময় গাড়িটি তল্লাশি করে ২০০ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ পাওয়া যায়। প্রাইভেটকারটিসহ মদগুলো জব্দ করা হয়। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

এই বিভাগের আরো খবর