সোমবার   ১০ নভেম্বর ২০২৫   কার্তিক ২৬ ১৪৩২   ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৪৪

সব রেলগেটে ওভারপাস করার ঘোষণা প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৩  

রাজধানীর সব রেলগেটে ওভারপাস করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (অক্টোবর ১৪) বিকেলে রাজধানীর কাওলায় সিভিল অ্যাভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, যেখানে যেখানে রেলগেট সেখানে ওভারপাস করে দেব, যাতে মানুষকে যানজটে কষ্ট করতে না হয়। গত ৭ অক্টোবর উদ্বোধন হয় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল। সেদিন উদ্বোধন উপলক্ষে একটি সুধী সমাবেশ হওয়ার কথা ছিল। তবে টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়া থাকায় সে সময় সমাবেশটি অনুষ্ঠিত হয়নি। পরিবর্তে শনিবার সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে সমাবেশস্থলে আ. লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা জড়ো হন। মিছিল-স্লোগানে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

এই বিভাগের আরো খবর