সোমবার   ০৫ জানুয়ারি ২০২৬   পৌষ ২২ ১৪৩২   ১৬ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৫১৭

সন্ত্রাস মাদক ও দুর্নীতিমুক্ত মেলান্দহ গড়বো- কামরুজ্জামান

শারমিন আক্তার, জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২০  

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করার লক্ষ্যে মেলান্দহ উপজেলার আওয়ামী যুবলীগ শহর শাখা কর্তৃক আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলন শনিবার উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতিত্ব করেন মেলান্দহ উপজেলা শাখার আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি মোঃ ইব্রাহীম খলিলুল্লাহ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ফরিদুল ইসলাম ও মোঃ শাহিন বাঘা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন মেয়র শফিক জাহেদী রবিন, আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলী জিন্নাহ ও সাধারণ সম্পাদক মোঃ জিন্নাহ। এছাড়াও উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি রাজন সাহা রাজু ও সংগ্রামী সাধারণ সম্পাদক ফারহান আহম্মেদ। এছাড়া মেলান্দহ উপজেলার আওয়ামী যুবলীগের সকল সদস্য বৃন্দ ছাড়াও আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সন্ত্রাস মাদক ও দুর্নীতিমুক্ত মেলান্দহ উপজেলা গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এই বিভাগের আরো খবর