সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৫ ১৪৩২   ০৯ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৫৫

শাল্লায় আওয়ামীলীগের শোক সভা পালন

শাল্লা প্রতিনিধি:

প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৩  

সুনামগঞ্জের শাল্লা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে শোক সভা অনুষ্টিত হয়েছে। বুধবার বেলা ১২ টায় শাল্লা সরকারি ডিগ্রি কলেজ থেকে প্রায় তিন হাজার মানুষ নিয়ে একটি র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মাঠে এসে শোক সভায় সমবেত হয়। পরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি অলিউল হকের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব অজয় তালুকদারের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন আগামী দ্বাদশ নির্বাচনে দিরাই শাল্লা আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ। এসময় বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শোয়েব চৌধুরী, শাল্লা উপজেলা আওয়ামীলীগ নেতা বিধান চৌধুরী, শ্যামাপ্রসাদ দাস, এড. দিপু রঞ্জন দাস, জ্যোতিশ তালুকদার বাদল, পিযুষ দাস, মামুন আল কাওসার, রুমন মিয়া, স্বেচ্চাসেবকলীগ নেতা পলাশ সরকার পল্টু, ছাত্রলীগ নেতা শামীম আহমেদ, যুবলীগ নেতা সুহেল মিয়া, প্রমুখ।

এসময় বক্তারা বলেন, দিরাই শাল্লা আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ একজন পরিচ্ছন্ন রাজনীতিবীদ। উনি দিরাই শাল্লার প্রতিটি গ্রামে গ্রামে ঘুরে শেখ হাসিনার উন্নয়নের বার্তা সবার কাছে পৌছে দিচ্ছেন। তারা আরো বলেন, চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদকে দিরাই শাল্লা আসনে নৌকার মনোনয়ন দেয়া হলে বিপুল ভোটে বিজয়ী হবে

এই বিভাগের আরো খবর