শুক্রবার   ০৩ অক্টোবর ২০২৫   আশ্বিন ১৭ ১৪৩২   ১০ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৯

শারদীয় দুর্গাপূজায় সারাদেশে কড়া নিরাপত্তা, মাঠে সেনা ও পুলিশ

মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন, স্টাফ রিপোর্টার 

প্রকাশিত: ২ অক্টোবর ২০২৫  

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীসহ সারাদেশে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পূজামণ্ডপ, গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জনবহুল এলাকায় ইতোমধ্যে সেনাবাহিনী মোতায়েন রয়েছে।

 

সেনা সদস্যরা পুলিশের সঙ্গে সমন্বয় করে মণ্ডপের আশপাশে নিয়মিত টহল দিচ্ছেন। প্রতিটি প্রবেশপথে চলছে কড়া তল্লাশি, বাড়ানো হয়েছে নজরদারি। যাতে উৎসবমুখর পরিবেশে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে—সেজন্য সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, পূজা চলাকালীন নিরাপত্তা নিয়ে জনগণের শঙ্কার কোনো সুযোগ নেই। সেনা ও পুলিশ সদস্যরা সর্বোচ্চ সতর্কতায় দায়িত্ব পালন করছেন, যাতে ভক্তরা নির্বিঘ্নে উৎসব পালন করতে পারেন।