রোববার   ১৬ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ২ ১৪৩২   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৮

সুষ্ঠু নির্বাচন আয়োজনে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাইলেন সিইসি

তরুন কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫  

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ও মতামত চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। রোববার সকালে আগারগাঁও নির্বাচন ভবনে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দ্বিতীয় দিনের সংলাপের শুরুতে তিনি এই আহ্বান জানান।

 

সিইসি বলেন, নির্বাচন কমিশন একা এত বড় আয়োজন সফলভাবে সম্পন্ন করতে পারে না। “জাতীয় নেতৃবৃন্দ ভোটারদের ওপর সরাসরি প্রভাব রাখেন—তাদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ,” মন্তব্য করেন তিনি।

 

ভোটার তালিকা নিয়ে বড় কাজ সম্পন্ন

 

সিইসি জানান, ভোটার তালিকা হালনাগাদ একটি বিশাল কর্মযজ্ঞ ছিল। এতে মাঠে কাজ করেছেন প্রায় ৭৭ হাজার কর্মী।

  • তালিকা থেকে ২১ লাখ মৃত ভোটার বাদ দেওয়া হয়েছে

  • ৪০ লাখের বেশি লেফট আউট ভোটারকে শনাক্ত করে অন্তর্ভুক্ত করা হয়েছে

 

নতুন উদ্যোগ: প্রবাসী ভোট ও কারাবন্দিদের ভোটাধিকারের ব্যবস্থা

 

নাসির উদ্দীন আরও জানান,

  • ডায়াসপোরা (প্রবাসী) ভোটারদের ভোটদানের ব্যবস্থা করা হয়েছে

  • নির্বাচনী দায়িত্বে থাকা প্রায় ১০ লাখ কর্মকর্তা–কর্মীর ভোট দেওয়ার সুযোগ তৈরি হয়েছে

  • দেশের বাইরে দায়িত্বরত সরকারি কর্মচারীদের ভোটের সুযোগ,

  • এবং কারাগারে থাকা নাগরিকদের ভোটাধিকার বাস্তবায়নে উদ্যোগ চলছে

 

আচরণবিধি মানার ওপর জোর

 

নির্বাচনী আচরণবিধির গুরুত্ব তুলে ধরে সিইসি বলেন, এটি তৈরি করতে রাজনৈতিক দলগুলোর পরামর্শ নেওয়া হয়েছে।
তিনি বলেন, “আচরণবিধি যথাযথভাবে মানা না হলে শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়। নেতারা এটিকে মনোযোগ দিয়ে পড়বেন এবং দলীয় কর্মীদের অবহিত করবেন।”

 

সংলাপে ১২ দলের অংশগ্রহণ

 

রোববার সকালে নিবন্ধিত ৬টি দলের সঙ্গে প্রথম পর্বের সংলাপ হয়—
গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) ও বাংলাদেশ জাতীয় পার্টি।

 

দ্বিতীয় পর্বে আরও ৬টি দলের সঙ্গে মতবিনিময় হবে—

বাংলাদেশ জাসদ, ন্যাপ, তৃণমূল বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশ।

 

এর আগে প্রথম দিনে ১২টি দলের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়। মোট ৫৩টি নিবন্ধিত দলের সঙ্গে সংলাপ চলতি মাসের মধ্যেই শেষ করার পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের।

এই বিভাগের আরো খবর