সোমবার   ১৭ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৩ ১৪৩২   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১২

ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক আইজিপি চৌধুরী মামুনকে

তরুন কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫  

জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার দিনেই ট্রাইব্যুনালে হাজির করা হলো পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে। সোমবার সকাল সাড়ে আটটার দিকে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ আনা হয়।

 

বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ এ মামলার গুরুত্বপূর্ণ রায় দেবেন। অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

 

মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং একই মামলার আরেক আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বর্তমানে পলাতক। তারা ভারতের ত্রিপুরায় অবস্থান করছেন বলে জানা গেছে। মামলার তৃতীয় আসামি মামুনকেই আজ আদালতে হাজির করা হয়েছে।

 

গত ২৩ অক্টোবর উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে ট্রাইব্যুনাল রায় ঘোষণার তারিখ অপেক্ষমাণ রাখে। পরে ১৩ নভেম্বর রায়ের দিন ঘোষণা হয়—১৭ নভেম্বর।

 

প্রসিকিউশন এ মামলায় শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ও তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার আবেদন জানিয়েছে। অপরদিকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন আসামিদের বেকসুর খালাস দাবি করেছেন।

 

রায় উপলক্ষে সুপ্রিম কোর্ট ও ট্রাইব্যুনাল এলাকায় কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। পুলিশ, র‍্যাব, এপিবিএন, বিজিবির পাশাপাশি সেনাবাহিনীও মোতায়েন রয়েছে। রোববার সন্ধ্যার পর থেকেই দোয়েল চত্বর থেকে শিক্ষাভবনমুখী সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে এবং জনসাধারণের প্রবেশও সীমিত করা হয়েছে।

 

এই বিভাগের আরো খবর