মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫   কার্তিক ২৭ ১৪৩২   ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১২

‘আমার কি হও তুমি’ গানে কোনাল-আমিনুলের হৃদয়স্পর্শী দ্বৈত পরিবেশনা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৫  

সময়ের আলোচিত জনপ্রিয় সংগীত শিল্পী সোমনুর মনির কোনাল "আমার কি হও তুমি" দ্বৈত গানে জুটি বেঁধেছেন অসাধারণ সম্ভাবনাময় কন্ঠের অধিকারী আমিনুল ইসলামের সঙ্গে।

 

অসম্ভব সুন্দর এই গানটি রিলিজ করেছে ধ্রুব মিউজিক স্টেশন। ইতিমধ্যে গানটি শ্রোতাদের কাছে  জনপ্রিয় হয়ে উঠেছে। সেই আনন্দকে উপলক্ষ করে "কলের ছবি" নামক একটি প্রতিষ্ঠান ঘোষণা দিয়েছে, যদি কোন শিল্পী অথবা সঙ্গীতপ্রেমি কোন শ্রোতা এই গানটি টিভি, মঞ্চ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিবেশন করেন সেক্ষেত্রে তাদের জন্য রয়েছে আকর্ষণীয় অর্থ মূল্য আলোচনা সাপেক্ষে  নগদ  টাকা পুরস্কার।

 

এই গানটির সহশিল্পী কোনাল বলেন, আমিনুল ভাইয়ের অসাধারণ গায়কী ও কন্ঠ আমাকে মুগ্ধ করেছে এই গানে তার সঙ্গে কণ্ঠ মেলাতে। তার মতো একটি মেলোডিয়াস কন্ঠ বর্তমানের বাংলাদেশে বিরল। 

 

গানটি প্রসঙ্গে শিল্পী আমিনুল ইসলাম বলেন, জাতীয় পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী কোনাল আপুর সঙ্গে একই গানে কন্ঠ মেলাতে পেরে আমি আনন্দিত।

 

এবং কোনাল আপুর জন্য আন্তরিক শুভকামনা তিনি এমন একজন শিল্পী যার কাছে নতুন পুরাতনের কোন ব্যবধান গ্রহণযোগ্য নয়, তিনি দেখেন শিল্পীর কন্ঠের মাধুর্য এবং গায়কীর স্বাচ্ছন্দ্যবোধ। হয়তো আমি তার কাছে যোগ্যতার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি বলেই তিনি আমাকে "আমার কি হও তুমি" গানে কন্ঠ মেলাতে সহযোগিতা করেছেন। আমি তার কাছে কৃতজ্ঞ এই কারণে যে, আমার মতো নবাগত শিল্পীকে তার সহ শিল্পী হিসেবে নির্বাচন নিয়েছেন।

এই বিভাগের আরো খবর