সোমবার   ১৭ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৩ ১৪৩২   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১০

নাশকতা ঠেকাতে মাঠে থাকবে জামায়াত-এনসিপিসহ ফ্যাসিবাদবিরোধী দলগুলো

তরুন কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫  

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে সারা দেশে নাশকতার আশঙ্কা দেখা দিয়েছে। নিষিদ্ধ আওয়ামী লীগ কোনো নৈরাজ্য সৃষ্টি করতে পারে—এমন উদ্বেগে মাঠে নামার ঘোষণা দিয়েছে জামায়াত, এনসিপি ও অন্যান্য ফ্যাসিবাদ বিরোধী দল। বিএনপিও সতর্ক অবস্থানে রয়েছে।

 

দলগুলোর দাবি, জানমাল রক্ষায় প্রয়োজন হলে তারা তাৎক্ষণিকভাবে প্রতিরোধ গড়ে তুলবে। তাদের অভিযোগ—গত ১৭ বছরে আওয়ামী লীগ গণতন্ত্র ধ্বংস করেছে, গুম-খুনসহ বিভিন্ন নাশকতা ঘটিয়েছে। ১৩ নভেম্বর ঢাকাসহ বিভিন্ন এলাকায় গাড়িতে আগুন দেওয়ার ঘটনাকে তারা নতুন নাশকতার ইঙ্গিত হিসেবে দেখছেন।

 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকের রায়কে কেন্দ্র করে দেশে উৎকণ্ঠা তৈরি হয়েছে। “নৈরাজ্যের পাঁয়তারা হলে রুখে দাঁড়াতে হবে”—বলেন তিনি। বিএনপি দেশজুড়ে সতর্কভাবে মাঠে থাকবে।

 

জামায়াতে ইসলামী’র সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, নেতাকর্মীরা সরকারি স্থাপনা ও ধর্মীয় প্রতিষ্ঠান পাহারা দেবেন। “ফ্যাসিস্টকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না।”

 

গণতন্ত্র মঞ্চ, এবি পার্টি, ১২ দলীয় জোট ও গণঅধিকার পরিষনসহ বিভিন্ন দলও রাজপথে সতর্ক অবস্থানে থাকার ঘোষণা দিয়েছে। তাদের দাবি, যদি কোনো নাশকতা হয়, জনগণের জানমালের নিরাপত্তায় তারা মাঠেই থাকবে।

 

এনসিপির যুগ্ম সদস্য সচিব জানান, ফ্যাসিবাদীদের নাশকতা রোধে এনসিপির নেতাকর্মীরাও মাঠে অবস্থান নেবে।

 

সব মিলিয়ে রায় ঘোষণাকে সামনে রেখে ফ্যাসিবাদবিরোধী জোটগুলোর ঘোষণা—রাজপথে তারা সতর্ক থাকবে, কোনো নৈরাজ্য হলে প্রতিহত করবে।

 

এই বিভাগের আরো খবর