রোববার   ১৬ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ২ ১৪৩২   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho

বিচারকদের দাবি মানতে আশ্বাস, আজকের কলমবিরতি স্থগিত

তরুন কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫  

রাজশাহী মহানগর দায়রা জজের বাসায় ঢুকে তাঁর ছেলেকে হত্যার ঘটনায় বিচারকদের দুই দফা দাবি পূরণের আশ্বাস দিয়েছে সরকার। এই আশ্বাস পাওয়ার পর রবিবারের (১৬ নভেম্বর) ঘোষিত কলমবিরতি কর্মসূচি স্থগিত করেছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন।

 

শনিবার (১৫ নভেম্বর) রাতে এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানায় সংগঠনটি। অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আমিরুল ইসলাম ও মহাসচিব মুহাম্মদ মাজহারুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, সরকারের আমন্ত্রণে বিচার বিভাগের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে বৈঠক করেন।

সেখানে তিনি বিচারকদের দাবির প্রতি একমত হয়ে তা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। এর পরিপ্রেক্ষিতে কলমবিরতি কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে।

 

এর আগে ১৩ নভেম্বর বিকেলে রাজশাহীতে দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের বাসায় দুর্বৃত্তদের হামলায় ছেলে তাওসিফ রহমান (১৭) নিহত এবং স্ত্রী তাসমিন নাহার গুরুতর আহত হন। এই ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করে বিচারকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানায় অ্যাসোসিয়েশন।

 

বিচারকদের ২ দফা দাবি ছিল—

  1. সব আদালত, বিচারকের বাসস্থান ও যাতায়াতপথে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা।

  2. রাজশাহীর ঘটনায় নিরাপত্তা অবহেলা এবং গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দের আগেই মিডিয়ার সামনে হাজির করা—এসব অনিয়মে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।

 

তখন অ্যাসোসিয়েশন দাবি করেছিল, ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নিলে সারা দেশে বিচারকরা কলমবিরতি পালন করবেন।

 

কর্মসূচি স্থগিত হলেও—

 

আজ রবিবার বিচারকের পরিবারের নিহত সদস্যের প্রতি শ্রদ্ধা জানাতে সব বিচারক কালো ব্যাজ ধারণ করবেন,এবং সব জেলা আদালতে দোয়া মাহফিলের আয়োজন করার অনুরোধ জানানো হয়েছে।

 

আপনি চাইলে এটাকে আরও ছোট সংস্করণ বা শুধু শিরোনামও তৈরি করে দিতে পারি।

 

এই বিভাগের আরো খবর