মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫   কার্তিক ২৭ ১৪৩২   ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২২

জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৩ শিক্ষার্থী

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৫  

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আস-সুন্নাহ হলের বাসে কথাকাটি হয় মার্কেটিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদ এবং রাষ্ট্র বিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাদীর মধ্যে। এই ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সুমন সর্দার গ্রুপের কর্মীরা সাজিদ এবং তার দুই সহপাঠীর উপর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেইটে হামলা করে। এই ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে কয়েকদফা সংঘর্ষ হয়।


আজ মঙ্গলবার ( ১১ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়র দ্বিতীয় গেইটে,ইসলামিক স্টাডিজ বিভাগ এবং কাঁঠালতলায় এই সংঘর্ষ গুলো ঘটে।


মার্কেটিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদ বলেন, গতকাল সকাল সাতটার দিকে আস সুন্নাহ হলের বাস দিয়ে ক্যাম্পাসে আসতেছিলাম। আমাদের পরীক্ষা ও খেলা নিয়ে বাসে আলাপ-আলোচনা করছিলাম। তখন রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সাদী আমাদের ধমক দিয়ে বলে,তোরা এখানে চিল্লাফাল্লা করতেছিস কেন? চুপ থাক তোরা। তখন আমরা পাল্টা জবাব দেই। এরপরে সাদী হুমকি দিয়ে বলে, তোরে মেরে সেকেন্ড গেইটে ঝুলিয়ে  রাখবো। তোর নাম পরিচয় দে। তোরে সেকেন্ড গেইটে ঝুলাবো। তখন আমি জিজ্ঞেস করি কোন ক্ষমতায় তুমি আমাকে ঝুলাবে। পরে গতকাল ১১ টার দিকে তারা আমাকে সেকেন্ড গেইটে খুঁজছিলো।


সাজিদ আরো বলেন, আজ সকালে কয়েকজন বন্ধু বান্ধব নিয়ে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেইটে বসেছিলাম। এসময় সাদী ১৮/২০ জনকে নিয়ে আমার উপর হামলা করে। আমার সহপাঠী প্রত্যয়, ইব্রাহিম, আকাশ ও মো.আলামিন ও মারধরের শিকার হয়। 


প্রত্যক্ষদর্শী ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সোলায়মান খান সাগর বলেন, সাজিদ সহ দ্বিতীয় গেইটে বসে ছিলাম। তখন ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী আরাফাত, গণিত বিভাগের ২০২০-২১ সেশনের মাশফিক রাইন, বাংলা বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী আশরাফুল, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহারুল ইসলাম, গণিত বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী মিঠু সাজিদকে টেনে নিয়ে যেয়ে মারধর করতে থাকে। আমার মনে হয়েছে এটি পূর্বপরিকল্পিত ঘটনা। এটি একটি সন্ত্রাসী কার্যক্রম।


আরাফাত, মাশফিক রাইন,আশরাফুল, শাহারুল,মিঠু জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সুমন সর্দারের রাজনীতির সাথে জড়িত। 


মার্কেটিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আকাশ বলেন, দ্বিতীয় গেইটে আড্ডা দিচ্ছিলাম তখন ১৭/১৮ জন ছেলে এসে সাজিদের উপর হামলা করে। আমরা ঠেকাতে গেলে আমাদের উপর ও হামলা করে। আমাদের সিনিয়র আমাদের আটকে রেখেছিলো কিন্তু তাদের পোলাপান আমাদের মারতে থাকে।


দুপুরবেলা দ্বিতীয় গেইটের সংঘর্ষের সমাধানের জন্য শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রইছ্ উদদীনের রুমে মার্কেটিং বিভাগের চেয়্যামান ইমারন হোসাইন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তাজাম্মুল হক এবং কয়েকজন সহকারী প্রক্টর সহ আলোচনায় বসেন। 


এসময় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাদীকে রুমে নিয়ে আসার সময় মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা সাদীর উপর হামলা করে। এসময় হামলার নেতৃত্বদেন মার্কেটিং বিভাগের শিক্ষার্থী জনি এবং মুশফিক। এসময় পাল্টা আক্রমণে রক্তাক্ত হন মার্কেটিং বিভাগের শিক্ষার্থী জনি। আহত হন রাষ্ট্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাদী। এসময় শারীরিক ভাবে লাঞ্ছিত হন বিশ্ববিদ্যালয়ের দুজন প্রক্টর।


পরবর্তীতে এর রেষ ধরে বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলায় এবং প্রজন্ম ২৪ চত্বরে সংঘর্ষের ঘটনা ঘটে।


এ ব্যাপারে কী পদক্ষেপ নেওয়া হলে জানতে চাইলে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রইছ্ উদদীন বলেন, অন্যায়ের কোনো ছাড় দেওয়া হবেনা। অনতিবিলম্বে অপরাধীদের গ্রেফতার করে দ্রুত শাস্তির আওতায় নিয়ে আসা হবে। আমরা দ্রুত কাজ করছি। আমরা তিন সদস্যের কমিটি তৈরি করে দিয়েছি। 


তিন সদস্যের কমিটিতে আছেন, আহ্বায়ক হিসেবে আছেন সিএসই বিভাগের অধ্যাপক নাসির উদ্দীন মাহমুদ,  সদস্য হিসেবে আছেন ইতিহাস বিভাগের অধ্যাপক  নাসির আহমদ এবং উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলী। 
 

এই বিভাগের আরো খবর